Saturday, November 2

৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত ১৮ দলের ৬০ ঘণ্টার হরতাল

নিজস্ব প্রতিবেদকঃ নির্দলীয় সরকারের দাবিতে আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা দেন।তিনি বলেন, ‘১৮ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ৪ নভেম্বর সকাল ছয়টা থেকে ৬ নভেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টা শান্তিপূর্ণ হরতাল পালন করা হবে।’---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়