Wednesday, November 13

মুরাদনগরে পুলিশ-আ’লীগ-বিএনপি ত্রিমুখী সংঘর্ষ ॥ পুলিশ সাংবাদিক সহ আহত ২২

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে গতকাল বুধবার বিকেলে পুলিশ-আ’লীগ-বিএনপি ত্রিমুখী সংঘর্ষে পুলিশ সাংবাদিকসহ ২২ জন আহত হয়। এ সময় পুলিশ ৩০ রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
জানা যায়, গত মঙ্গলবার আ’লীগের মিছিল থাকার কারনে মুরাদনগর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ১৮ দলীয় জোটকে মিছিল না করে বুধবার করার জন্য  বলা হয়। প্রশাসনের এ নির্দেশকে সম্মান দেখিয়ে গতকাল বুধবার মিছিল ও সমাবেশে লোকজন জড় হতে থাকলে ১৮ দলীয় জোটের মিছিলসহ সমাবেশকে ভন্ডুল করার জন্য আ’লীগের ক্যাডাররা পূর্বপরিকল্পিত ভাবে মিছিলের আগে উপজেলা সদরে মাইকিং করে লোকজন জড়ো করতে থাকে। এ সময় পুলিশ উভয় গ্রুপের মাঝখানে বিএনপি কার্যালয়ের পশ্চিম পাশে ভূমি অফিসের সামনে ১৮দলীয় জোটের মিছিলে বাধা দিলে পুলিশ-আ’লীগ ও ১৮দলীয় জোটের মিছিল কারীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় । এ সময় ১৮দলীয় জোটের ধাওয়া খেয়ে পুলিশ ও আ’লীগের ক্যাডাররা পিছু হটে থানার কাছে অবস্থান নেয়। পুলিশ আ’লীগের ক্যাডারদের সহযোগিতায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রায় ৫০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এ সংঘর্ষের সময় ৬জন পুলিশ, ১৮ দলীয় জোটের ১জন গুলিবিদ্ধ সহ অন্তত ১২জন ও চার সাংবাদিক আরটিভি-যুগান্তররে কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি আবুল খায়ের, বাংলা ভিশনের উত্তর জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন, সমকাল মুরাদনগর প্রতিনিধি বেলাল উদ্দিন ও মানবজমিন আবুল কালাম আহত হয়।
এ বিষয়ে উপজেলা বিএপির যুগ্ম সাধারন সম্পাদক কামাল উদ্দিন ভুইয়া জানান আওয়ামী ক্যাডারদের উস্কানীতে পুলিশ ১৮দলীয় মিছিলের উপর হামলা করে ১জনকে গুলিবিদ্ধ সহ ১২জনকে আহত করে।    
ওসি আমিরুল আলম জানান, মিছিল থেকে শিবিরের কর্মীরা পুলিশের উপর হামলা চালায় এতে ছয়জন পুলিশ সদস্য আহত হয়। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়