Monday, November 4

হরতাল সহিংসতা : সারা দেশে নিহত ৫

ঢাকা : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিনে বিক্ষিপ্ত সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে লালমনিরহাটের পাটগ্রামে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা, নাটোরের গুরুদাসপুরে ট্রাকের চাঁপায় পথচারী, নেত্রকোনার কেন্দুয়ায় পিকেটারদের গাছের চাপায় পথচারী, চট্টগ্রামের বদ্দার হাটে  টেম্পু উল্টে যাত্রী ও সাভারে দগ্ধ হয়ে সিএনজি যাত্রী নিহত হয়েছেন।

লালমনিরহাট : পাটগ্রাম উপজেলায় আওয়ামী লীগ-পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের ত্রিমুখী সংঘষের্র পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহত হয়েছেন। নিহতের নাম নাসির (২২)। তার বাড়ি পৌর সদরের সোহাগপুরে।
সোমবার সকাল সাড়ে ৯টায় পাটগ্রাম উপজেলার ধরলা সেতুর পূর্ব প্রান্ত থেকে হরতাল সমর্থকরা একটি মিছিল নিয়ে পাটগ্রাম শহরে আসার সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি  ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে পাটগ্রাম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসির গুলিবিদ্ধ হন। সঙ্গে সঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। ছাত্রদল নেতা নিহতের ঘটনায় পাটগ্রাম উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে।

নাটোর : পিকটারের ধাওয়ায় ট্রাক থেকে পড়ে নাটোরের গুরুদাসপুরে ইসহাক আলী মোল্লা( ৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত ইসহাক সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাথুরামপুর গ্রামের খইমুদ্দিন মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৮টার দিকে গুরুদাসপুরের আইরমারি ব্রিজের কাছে পিকেটাররা একটি ট্রাক ধাওয়া করে। এ সময় ইসহাক বাড়ি যাবার উদ্দেশে ওই ট্রাকে ওঠছিলেন। ধাওয়ার মুখে ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করলে ইসহাক ট্রাক থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেঙে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

নেত্রকোনা : সড়ক অবরোধের জন্য গাছ কাটার সময় কেন্দুয়ায় সোমবার সকালে গাছচাপা পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা তার ছোট ছেলে গুরুতর আহত হয়েছে। সকাল ৬টার দিকে রামপুরুবেখৈর হাট সড়কের রামনগরে এ ঘটনা ঘটে। নিহত আবদুস সালামের (৪০) গ্রামের বাড়ি দলপা ইউনিয়নের রামনগর গ্রামে। তবে হরতালকারীদের কাটা গাছে চাপা পড়ে আবদুস সালামের মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম : বদ্দারহাটে দুপুরের দিকে পিকেটারদের ধাওয়ায় টেম্পু উল্টে গিয়ে একযাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এদিকে সাভারের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সামনে একটি সিএনজি অটোরিকশায় রোববার রাতে পেট্রোল বোমা হামলায় অগ্নিদগ্ধ এক জনের মৃত্যু হয়েছে। সোমবার ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম মুকুল হোসেন (৩৫)। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। তিনি সাভার নবীনগরের বিশ্বাস গ্রুপের কর্মচারী ছিলেন।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়