Saturday, November 16

দুটি সন্তান নিতে পারবে চীনা দম্পতিরা

ঢাকা : শুক্রবার দেশের অর্থনৈতিক এবং সামাজিক খাতে আমূল পরিবর্তনের বিস্তারিত সংস্কার পরিকল্পনা প্রকাশ করেছে চীন সরকার। এর আওতায়ই চীন সরকার এক সন্তান নীতি শিথিল করছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। সিনহুয়া বার্তা সংস্থা জানায়, নতুন নীতি অনুযায়ী চীনা দম্পতিরা ভবিষ্যতে দুই সন্তান নিতে পারবে, যদি বাবা-মায়েদের কোনো একজন একমাত্র সন্তান হয়ে থাকেন।
এ সপ্তাহে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত গ্রহণকারী সদস্যদের একটি বৈঠকের পর সরকার এ পদক্ষেপ নিল।
কমিউনিস্ট পার্টির এক বিবৃতিতে বলা হয়েছে, “দীর্ঘমেয়াদে চীনে জনসংখ্যাবৃদ্ধির ভারসাম্য বজায় রাখতে ধাপে ধাপে এক সন্তান নীতি মানিয়ে নেয়া এবং অদল বদল করা হবে। চীনা নেতারা অবশ্য আগেও এক সন্তান নীতি বদলানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবার দেশের মানবাধিকার এবং আইনি ব্যবস্থা উন্নয়নের প্রচেষ্টায় এ সিদ্ধান্ত নেয়া হল। সামাজিক এ সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক সংস্কার পরিকল্পনারও বিশদ বিবরণ দিয়েছে চীন।
চীনে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির রাশ টেনে ধরতে ১৯৭০ এর দশকের শেষদিকে এক সন্তান নীতি চালু করে দেশটির সরকার।
শ্রক্রবার ঘোষিত অন্যান্য সংস্কার পরিকল্পনার মধ্যে রয়েছে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের সংখ্যা কমানো।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়