ঢাকা : জেনেভা সম্মেলনে ইরান-আমেরিকার পরমাণু চুক্তি ব্যর্থতার পুরো দায়ভার পশ্চিমাদের। এমনটিই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ। সোমবার ইরানের এক টিভি টকশোতে এমন কথাই বলেছেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ব্যর্থতার দায় চাপিয়ে দিচ্ছে ইরানের ওপর। জেনেভায় কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার ইরান-আমেরিকার মধ্যে চলছে এই দায় চাপানোর চর্চা। মঙ্গলবার আলজাজিরা এই খবর জানায়।
তিনদিনব্যাপী ওই আলোচনায় কোনো ফলাফল না আসায় এবং সিদ্ধান্ত না নেয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ সোমবার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সমালোচনা করেন। আলোচনা ব্যর্থতার জন্য কেরিকে দায়ী করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, আমেরিকার ‘সাংঘর্ষিক বিবৃতি’ আলোচনা প্রক্রিয়াকে ব্যাহত করেছে। টিভি টকশোতে জারিফ বলেন, ‘একজন ব্যক্তির সাংঘর্ষিক বিবৃতি এবং বারবার অবস্থার পরিবর্তন আলোচনার গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে। বিশ্বাসের ঘাটতি কমানোই আলোচনার লক্ষ্য।’ এছাড়াও তিনি আরও বলেন, সমস্যা সমাধানে জেনেভা আলোচনায় ‘যথেষ্ট উন্নতি’ হয়েছে। তবে তিনি বলেন যে, আলোচনার অধিকাংশ সময় আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি নিজেদের সমস্যা সমাধানে ব্যস্ত ছিল।
আগামী ২০ নভেম্বর ফের পরমাণু আলোচনা বসবে জেনেভায়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আশা করছেন, আলোচনায় একটি ঐকমত্য এবং ফলাফলে পৌঁছানো যাবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার বলেছেন, তিনি আশা প্রকাশ করেন আগামী কয়েক মাসের মধ্যে ইরানের বিতর্কিত পারমাণবিক অস্ত্র তৈরি ইস্যুতে চুক্তি স্বাক্ষরিত হবে। পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক আরও বেশি উষ্ণ ও কার্যকর হবে। আইএইএ’র সঙ্গে তেহরানের সহযোগিতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইরান আইএইএ পর্যবেক্ষক দলকে তাদের পারমাণবিক চুল্লিগুলোতে পরিদর্শনের অনুমতি অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো উদ্যোগ।
আগামী ২০ নভেম্বর ফের পরমাণু আলোচনা বসবে জেনেভায়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আশা করছেন, আলোচনায় একটি ঐকমত্য এবং ফলাফলে পৌঁছানো যাবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার বলেছেন, তিনি আশা প্রকাশ করেন আগামী কয়েক মাসের মধ্যে ইরানের বিতর্কিত পারমাণবিক অস্ত্র তৈরি ইস্যুতে চুক্তি স্বাক্ষরিত হবে। পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক আরও বেশি উষ্ণ ও কার্যকর হবে। আইএইএ’র সঙ্গে তেহরানের সহযোগিতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইরান আইএইএ পর্যবেক্ষক দলকে তাদের পারমাণবিক চুল্লিগুলোতে পরিদর্শনের অনুমতি অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো উদ্যোগ।
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়