দেশব্যাপী ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টার হরতালের শেষ দিনে কানাইঘাট উপজেলার সড়কের বাজারের সিলেট-জকিগঞ্জ সড়কের কটালপুর ব্রীজে সকাল ১১টার দিকে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পিকেটিং করার সময় স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটির জের ধরে হরতালকারীদের হামলায় এক ছাত্রলীগ কর্মী আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনার পর বিপুল সংখ্যক পুলিশ সড়কের বাজারে অভিযান চালিয়ে দর্পনগর গ্রামের আজিজুর রহমানের পুত্র ছাত্রদল নেতা কয়সর আলম কুসুম (২২) কে গ্রেফতার করে। এর জের ধরে সন্ধ্যা ৬টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে বাজারের বিভিন্ন গলিতে টানানো বিএনপি ও অঙ্গসংগঠনের ডিজিটাল পোস্টার ছিঁড়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ছাত্রলীগ কর্মী সেবুল আহমদ (২২) আহত হওয়ায় ছাত্রলীগের পক্ষ থেকে থানায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ উদ্দিন সাজুকে প্রধান আসামী করে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও হরতালের শেষ দিনে বিএনপি জামায়াত ও জমিয়তে উলামায়ের নেতাকর্মীরা পৃথকভাবে শক্তি প্রদর্শন করে উপজেলা সদর ও বিভিন্ন স্থানে পিকেটিং ও মিছিল করেছে। হরতালের সমর্থনে দুপুর ১২টায় উপজেলা বিএনপির মামুন গ্রুপ সমর্থিত ১৮দলীয় জোটের ব্যানারে জোটের নেতাকর্মীরা পৌর শহরে একটি মিছিল বের হয়। এর পর অধ্যাপক হাবিব আহমদ সমর্থিত বিএনপি নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল করে। তাছাড়া জামায়াত শিবিরের নেতাকর্মীরা মনসুরিয়া মাদরাসা পয়েন্টসহ বিভিন্ন স্থানে পিকেটিং শেষে মিছিল করেছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়