লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আ’লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ১জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় হরতালের সমর্থনে ১৮দলীয় জোটের নেতা-কর্মীরা সোহাগপুর হতে ধরলা ব্রীজ পাড় হয়ে একটি মিছিল পৌর এলাকায় আসতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।
হরতালের সমর্থনে মিছিলটি পাটগ্রাম পৌর এলাকার চৌরঙ্গী মোড়ে আসলে পুলিশ আবারও বাধা প্রদান করে। পুলিশের বাধা উপেক্ষা করে হরতালকারীরা মিছিল বের করলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে ৭/৮ রাউন্ড টিয়ার সেল ও লাঠি চার্জ করে।
এতে পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসলে বিজিবি সদস্যরা প্রায় ২০ রাউন্ড চাইনিজ গুলি ছুড়ে। এতে ঘটনা স্থলেই পৌর ছাত্রদলের সদস্য নাসির হোসেন (২২) নিহত এবং ১জন পথচারী ও পুলিশসহ কমপক্ষে ২০জন গুরুতর আহত হয়। বিএনপি কর্মী আজমীর ও পথচারী মোহাম্মদ আলীকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত অন্যান্য দেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ছাত্রদল কর্মী নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ ১৮দলীয় নেতাকর্মীরা বুড়িমারীতে আ’লীগের দুটি মটরসাইকেল পুড়িয়ে দেয়।
বর্তমানে গোটা জেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে অনেকেই আশংকা করছেন। অপ্রিতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েনসহ প্রশাসনের টহল জোড়দার করা হয়েছে। নিহত ছাত্রদল কর্মী পাটগ্রাম উপজেলার সোহাগপুর গ্রামের মিন্টু মিয়ার পুত্র। এ ব্যাপারে লালমনিরহাট পুলিশ সুপার হাবিবুর রহমান ছাত্রদল কর্মী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।----ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়