ঢাকা : জাতীয় সংসদের একমাত্র স্বতন্ত্র সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম বলেছেন, নবগঠিত নির্বাচনকালীন মন্ত্রিপরিষদ ‘সর্বদলীয়’ হয়নি।
সোমবার সন্ধ্যায় নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, "এটি সর্বদলীয় মন্ত্রিপরিষদ হয়নি। সব দলের অংশ এখানে নেই। আশা করি আগামীতে হবে।"
ফজলুল আজিম বলেন, "সমগ্র জাতি চায় উৎসবমুখর পরিবেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে সুন্দর নির্বাচন। কিন্তু সারাদেশে এখন রাজনৈতিক অস্থিরতা বিরাজমান। সহিংসতার আগুন সারাদেশে জ্বলছে। এ অবস্থা চলতে দেয়া যায় না।"
তিনি আরও বলেন, "কষ্টার্জিত স্বাধীনতাকে আমরা বিপন্ন করতে পারি না, কলুষিত করতে পারি না। তাই এ মুহূর্ত থেকে আর কোনো উসকানিমূলক বক্তব্য নয়। এ দেশে যারা একসময় সহিংসতার রাজনীতি শুরু করেছিল তারা এখন গঠনমূলক রাজনীতির কথা বলে। এটা আমাদের জন্য আনন্দের বিষয়।"
স্পিকারকে উদ্দেশ করে স্বতন্ত্র এ সদস্য বলেন, "আপনার নেতৃত্বে দুই দলের প্রধান বসে সংলাপ ও সমঝোতার মাধ্যমে নির্বাচনী পদ্ধতির যে সিদ্ধান্ত নেবেন, সে নির্বাচনের জন্য দেশবাসী ঝাঁপিয়ে পড়বে। এ নির্বাচনের স্থায়ীত্ব থাকবে। এ নিয়ে ভবিষ্যতে আর কোনো বিতর্ক থাকবে না।"---ডিনিউজ
সোমবার সন্ধ্যায় নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, "এটি সর্বদলীয় মন্ত্রিপরিষদ হয়নি। সব দলের অংশ এখানে নেই। আশা করি আগামীতে হবে।"
ফজলুল আজিম বলেন, "সমগ্র জাতি চায় উৎসবমুখর পরিবেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে সুন্দর নির্বাচন। কিন্তু সারাদেশে এখন রাজনৈতিক অস্থিরতা বিরাজমান। সহিংসতার আগুন সারাদেশে জ্বলছে। এ অবস্থা চলতে দেয়া যায় না।"
তিনি আরও বলেন, "কষ্টার্জিত স্বাধীনতাকে আমরা বিপন্ন করতে পারি না, কলুষিত করতে পারি না। তাই এ মুহূর্ত থেকে আর কোনো উসকানিমূলক বক্তব্য নয়। এ দেশে যারা একসময় সহিংসতার রাজনীতি শুরু করেছিল তারা এখন গঠনমূলক রাজনীতির কথা বলে। এটা আমাদের জন্য আনন্দের বিষয়।"
স্পিকারকে উদ্দেশ করে স্বতন্ত্র এ সদস্য বলেন, "আপনার নেতৃত্বে দুই দলের প্রধান বসে সংলাপ ও সমঝোতার মাধ্যমে নির্বাচনী পদ্ধতির যে সিদ্ধান্ত নেবেন, সে নির্বাচনের জন্য দেশবাসী ঝাঁপিয়ে পড়বে। এ নির্বাচনের স্থায়ীত্ব থাকবে। এ নিয়ে ভবিষ্যতে আর কোনো বিতর্ক থাকবে না।"---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়