নিজস্ব প্রতিবেদক: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে হরতাল প্রত্যাহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার রাজধানীর বনানী কাঁচাবাজার ফরমালিনমুক্ত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে এফবিসিসিআইর উদ্যোগে বাজারের ব্যবসায়ীদের মাঝে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র সরবরাহ করা হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “বিরোধীদলীয় নেতাকে হরতাল প্রত্যাহার করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি।” তিনি বলেন, “বিরোধীদলীয় নেতাকে অনুরোধ করবো- টানা তিনদিন দুর্ভোগ সৃষ্টি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষতি না করে দেশের ভবিষ্যৎ চিন্তা করে হরতাল প্রত্যাহার করতে।”
প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নির্বাচনকালীন নির্দলীয় সরকার দাবিতে আগামী সোমবার সকাল ৬টা থেকে টানা ৬০ ঘণ্টার হরতাল ডেকেছে প্রধান বিরোধীদল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ১৮ দলের মহাসচিব পর্যায়ে এক বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই দাবিতে এর আগে গত ২৭ অক্টোবর সকাল ৬টা থেকে টানা ৬০ ঘণ্টা হরতাল পালন করেছে ১৮ দল। গত ২৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোহরাওয়ার্দীর সমাবেশে খালেদা জিয়া নির্দলীয় সরকার নিয়ে আলোচনায় বসতে ২৬ অক্টোবরের মধ্যে সময় বেঁধে দিয়েছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ২৬ অক্টোবর সন্ধ্যায় বিরোধীদলীয় নেতাকে টেলিফোন করেন প্রধানমন্ত্রী। ফোনালাপে বিরোধীদলীয় নেতাকে গণভবনে দাওয়াত করেন প্রধানমন্ত্রী।---ডিনিউজ
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়