কূটনৈতিক সূত্রগুলো জানায়, বাংলাদেশে রাজনৈতিক ঘটনাপ্রবাহ ও সংলাপের বিষয়ে সবচেয়ে বেশি তৎপর যুক্তরাষ্ট্র। এদিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা অতিসম্প্রতি ভারত ঘুরে এখন যুক্তরাষ্ট্র সফরে আছেন। সেখানে বাংলাদেশের নির্বাচন কালীন প্রধান নিয়ে আলোচনা হতে পারে বলে অনেকের ধারণা। এদিকে এরশাদ সিঙ্গাপুর ঘুরে দিল্লীতে গিয়ে পৌছাবেন খুবশিগগ্রী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছনে, দিল্লীর সাথে বৈঠকে কে হবেন নির্বাচন কালীন প্রধান বিষয়টি নিয়ে ভারতের সাথে আলোচনা হতে পারে তার ।র্বতমান সরকার প্রধান শেখ হাসিনাকে কোন ভাবেই নির্বাচন কালীন সরকার প্রধান হিসেবে মেনে নেবে না বিরোধীদল। বিষয়টি এক প্রকার নিশ্চিত। বিএনপি বারংবার নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি চলে আসছে যেটি বাস্তবায়নরে জন্য সংবিধান পরিবর্তনের প্রয়োজন রয়েছে। কিন্তু আওয়ামী লীগের পক্ষ হতে বারংবার বলা হচ্ছে নির্বচান সংবিধান অনুযায়িই হবে। ফলসূতিতে দু’দলরে মধ্যে সমঝোতার আশা খুবই কম বলে মনে করেন সংশিষ্টরা। র্বতমান সরকার প্রধান বলছেনে, তিনি জাতিকে একটি চমক দিতে চান, রাজনৈতিক বিশ্লেষকদের কাছে সরকার প্রধানের চমক সর্ম্পকে জানতে চাওয়া হলে তারা বলনে, চমকের বিষয়টি হতে পারে বর্তমান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে নির্বাচন কালীন প্রধান হিসেবে ঘোষণা। কেননা তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কোনো কমিটি বা রাজনীতির সাথে জড়িত ছিলেন না। যারফলে তিনি একদিকে যেমন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবেন অন্য দিকে বিদেশী কুটনীতকিদের কাছেও তিনি গ্রহনযোগ্য হবেন। তাছাড়া বর্তমান সংবিধান অনুযায়ি তিনি বৈধতা পাবেন। উল্লখ্যে বিরোধী দু’’দলের মধ্যে একটি তৃতীয় শক্তি সংলাপে বাধাসৃষ্টি করছে বলে অনেকে মনে করেন। সরকাররে পক্ষহতে বিরোধী দলের সাথে ঐক্যমত বা সমঝোতা যতোতারাতারি সম্ভব হবে দেশে ততো তারাতারি বহিবিশ্বর চাপমুক্ত হবে বলে মনে করেন অনেকে। নির্বাচন কালীন সরকার প্রধান সহ গ্রহনযোগ্য নির্বাচন নিয়ে সরকার ইউরোপিয়ান ইউনিয়ন সহ দাতাসংস্হার চাপে রয়েছে বলে সংশিলিষ্ঠ সূত্র জানায়। এদিকে বিএনপি সংলাপের ব্যাপারে কিছুটা আগ্রহী হলেও জামায়াতে কারণে এখন তারা র্হাডলাইনে চলে গেছেন বলে অনেকে মনে করেছেন। সময় যতো গড়াচ্ছে দেশের রাজনৈতিক অবস্হা আরো বেশী ঘোলাটে হচ্ছে জনমনে দেখাদিয়েছে নানা প্রশ্ন।------ডিনিউজ
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়