Wednesday, November 6

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিস্ফোরণ

ঢাকা: হরতাল সমর্থনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সহযোগী সাতটি সংগঠনের কেন্দ্রীয় যুব সংগ্রাম পরিষদের প্রতিবাদ সভার পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে।বিএনপির নেতৃত্বে ১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের তৃতীয় দিন বুধবার সকালে প্রতিবাদ সভা চলাকালে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে সমাবেশে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সমাবেশের লোকজন ওই পিকেটারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

সমাবেশে দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় আমরা একজনকে গ্রেফতার করেছি। তার নাম রাসেল। তার বয়স ১২ থেকে ১৪ বছর।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান মিছিলসহ কেন্দ্রীয় যুব পরিষদ সংগ্রামের নেতা-কর্মীরা।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়