Wednesday, November 20

তিনটি আসনে মনোনয়ন কিনলেন এরশাদ

ঢাকা : আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ১ ও ৩ এবং ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। 

বুধবার দুপুরে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। তিনি নিজে ৩টি আসনে মনোনয়নপত্র কিনেছেন।

পার্টির চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা থাকলেও এরশাদ আসার আগেই মনোনয়নপত্র বিক্রি শুরু করেন অন্য নেতারা। ইতোমধ্যে ২০০টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম-বার্তা সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল প্রমুখ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়