ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সরকারের উদ্দেশে বলেছেন, জনগণের দাবি মেনে নিন, সংলাপের প্রয়োজন নেই। আজ রোববার দুপুরে জাতীয় প্রেস কাবের কনফারেন্স লাউঞ্জে অল কমিউনিট ফোরাম আয়োজিত ‘সংলাপ না সংঘাত, নির্বাচন না তৃতীয় শক্তি, কোন পথে রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গয়েশ্বর বলেন, আমাদের সাথে সংলাপে বসুন আর না বসুন দেশের মানুষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় সেটা দিয়ে দিন।
তিনি বলেন, দেশের সকল শ্রেণী-পেশার মানুষ এখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। সংলাপ করে অতীতেও কোনো সমাধান হয়নি। সংলাপের জন্য অপেক্ষায় থাকলে তারা প্রস্তুতি গ্রহণ করে আচমকা আমাদের ওপর হামলা করে ধ্বংস করে দেবে।
নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, প্রেস কাবে বসে কিংবা ঘরে বসে আলোচনা করে কিছু হবে না, ঐক্যবদ্ধ হয়ে সবাইকে এক হয়ে রাজপথে নেমে আসতে হবে। সরকার নির্বাচনে যেতে ভয় পায় উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জানে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে, তাই তারা নিজেদের অধীনে নির্বাচন করে মতায় থাকতে চায়।
সংবিধান পরিবর্তন সম্পর্কে বিএনপির নেতা বলেন, সরকার নিজেদের প্রয়োজনে সংবিধানকে সংশোধন করেছে। সুতরাং এই সংবিধান লালন-পালন করার দায়িত্ব তাদের, জনগণের নয়। এ সময় তিনি নিজ দলের সুবিধাবাদী নেতাদের কঠোর সমালোচনা করেন। আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, কলামিস্ট ড. তুহিন মালিক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রেজা, সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া প্রমুখ।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়