Tuesday, November 12

কানাইঘাটের বিলের দখল নিয়ে দু’পক্ষের উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের বড় হাওরে অবস্থিত পাবিজুরি বিলের দখল নিয়ে কানাইঘাটে ডাকনাইল পরগণার লোকজন এবং জৈন্তাপুর উপজেলার কয়েকটি গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে যে কোন সময় বিলের দখল নিয়ে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। জানা যায়, দীর্ঘদিন ধরে পাবিজুরি বিলটি সরকারী বিধি মোতাবেক কানাইঘাটের ডাকনাইল বনফৌদ পরগনার লোকজন ভোগ দখল করে আসছেন। স্থানীয় লোকজন জানিয়েছেন, গত সোমবার রাত অনুমান ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার সেনগ্রাম পূর্ব গর্দনা কাচার ছাললাইন সহ কয়েকটি গ্রামের বিপুল সংখ্যক লোকজন পাবিজুরি বিলের দখল নেওয়ার জন্য জলমহালের পাহরাদারের নৌকা ভাংচুর ও তাকে মারধর করে। এ ঘটনার খবর পেয়ে ডাকনাইল পরগনার শত শত লোকজন বিল এলাকায় গিয়ে অবস্থান নিলে জৈন্তাপুর উপজেলার লোকজন চলে যায়। এ নিয়ে বিলের দখল নিয়ে যে কোন সময় দু’পক্ষের মধ্যে অনাকাংখিত ঘটনা ঘটতে পারে।  


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়