ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে আগামী বৃহস্পতিবার ৭ নভেম্বর সমাবেশ করবে বিএনপি।৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান। তিনি জানান, এদিন ভোর ৬ টায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে।
এরপর সকাল ১০ টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় দলের নেতারা উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা ২ টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশটি অনুষ্ঠিত হবে। এতে দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের জাতীয় ও বরেণ্য ব্যক্তিরা বক্তব্য রাখবেন।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে সমাবেশে উপস্থিত থেকে সফল করার আহ্বান জানান। শুধু ঢাকাতে নয়, সারাদেশে দলের সকল ইউনিট কমিটিগুলো যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন রিজভী।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়