Thursday, November 28

কানাইঘাটে সৎ পিতার লাঠির আঘাতে পুত্রের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাটে অসম বিয়ের বলীর পাঠা হয়ে পারিবারিক বিরোধের জের ধরে সৎ পিতার হাতে স্ত্রীর পূর্বের ঔরষজাত পুত্রের মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ৯টায় উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির সীমান্তবর্তী ভালুকমারা গ্রামে। পুলিশ ঘাতক সৎ পিতাকে গ্রেফতার করেছে। জানা যায়, গাইবান্ধা জেলার গাইবান্ধা থানার দক্ষিণ খানা গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র শাহ আলম (৩০) কানাইঘাটে দীর্ঘদিন ধরে লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় বারকি শ্রমিক এর কাজ করে আসছিল। এই সুবাধে ভালুকমারা গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র আব্দুর রহিম (২২) এর সাথে তার সু-সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে আব্দুর রহিম সে তার বিধবা মা ৫ সন্তানের জননী সফাতুন নেছা (৪৫) কে শাহ আলমের সাথে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়। পরবর্তীতে সকলের সম্মতিতে এ বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের পর থেকে সফাতুন নেছার পূর্বের বিয়ের পূত্র এক সন্তানের জনক আব্দুর রহিম তার মা ও সৎ পিতা শাহ আলমের সাথে প্রায়ই পারিবারিক ঝগড়া ঝাটিতে লিপ্ত হত। গত বুধবার সন্ধ্যার দিকে ভালুক মারা গ্রামের শামসুল হকের পুত্র গিয়াস উদ্দিন (৩০) লোভা নদীতে শাহ আলমকে মাছ শিকারের কথা বলে বাংলাদেশের সীমান্ত মেইন পিলারের দেড়শ গজ ভিতরে ভালুক মারা নামক স্থানে নিয়ে যায়। সেখানে আব্দুর রহিম ও তার কয়েকজন সহযোগীরা কথা কাটাকাটি নিয়ে শাহ আলমের সাথে মারামারিতে লিপ্ত হলে শাহ আলম একটি বাসের লাঠি দিয়ে আব্দুর রহিমের মাথার পিছন দিকে আঘাত করলে সে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সীমান্তবর্তী এলাকায় ঘটনাটি হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে গভীর রাতে পথিমধ্যে আব্দুর রহিম মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী ও ওসি (তদন্ত) বজলার রহমান ঘটনাস্থলে গিয়ে ঘাতক সৎ পিতা শাহ আলমকে গ্রেফতার করেন। নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর আজ সকালে সিলেট ওমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা সফাতুন নেছা বাদী হয়ে স্বামী শাহ আলমকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। থানার মামলা নং- (১৭)২৮/১১/১৩। সৎ পিতার হাতে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়