সিরাজগঞ্জ : আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার দুপুরে কাজীপুর উপজেলা আওয়ামী লীগ অফিস চত্বরে স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শওকত আলী এ কর্মী সভায় সভাপতিত্ব করেন।
তিনি বলেন, ফখরুদ্দীন-মঈন উদ্দিনের তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের তিক্ত অভিজ্ঞতার পর আর কোন অনির্বাচিত সরকারের কাছে বাংলাদেশের শাসন ক্ষমতা হস্তান্তর করা নিরাপদ নয়।
মোহাম্মদ নাসিম বলেন, হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি, যানবাহনে আগুন ও বোমা মেরে নির্বিচারে মানুষ খুন করে কেউ ক্ষমতায় যেতে পারবেনা। গনতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জনগনের ম্যান্ডেট পেলেই কেবল একটি রাজনৈতিক দলের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
দিনের পর দিন হরতালের নামে সন্ত্রাস ও বোমাবাজি করে বেগম খালেদা জিয়া কি অর্জন করেছেন তা দেশবাসী জানতে আগ্রহী এ দবি করে সাবেক মন্ত্রী নাসিম বলেন , ’গনতান্ত্রিক মূল্যবোধ নস্যাৎ করার এজেন্ডা বাস্তবায়ন করতে জামায়াতি-হেফাজতি ও আত্মগোপনে থাকা জঙ্গীদের সহায়তা নিয়ে মাঠে নেমে বিএনপি নেত্রী জনগনকে হত্যা করা ছাড়া আর কিছুই করতে পারেননি।’
তিনি বলেন, বিপুল জনসমর্থন নিয়ে নির্বাচিত একটি সরকারকে এভাবে ক্ষমতাচ্যুত করা যায়না। বঙ্গবন্ধু কন্যা, শেখ হাসিনা গনতন্ত্রকে সুসংহত করে প্রতিষ্ঠানিক রূপ দেয়ার যে পদক্ষেপ গ্রহন করেছেন, তা শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির জন্যও একটি অনুকরনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ নির্বাচনী প্রস্তুতি পুরাদমে শুরু করেছে। অন্যান্য রাজনৈতিক দলও নিজ নিজ প্রস্তুতি নিচ্ছে। শুধুমাত্র বিএনপি নেতৃত্বাধীন জোট দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করে বাঁকা পথে ক্ষমতা দখল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্র সফল হবেনা।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার সারা দেশে উন্নয়নের যে রোল মডেল সৃষ্টি করেছেন, তা সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে ও দেশবাসী তার সুফল পেতে শুরু করেছেন। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ন করা, ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, বৈদেশিক মুদ্রার রেকর্ড পরিমান অর্জনসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের অভাবনীয় সাফল্যের কথাও তিনি তুলে ধরেন।
উল্লেখ্য ,ব্যাপক জন সমাগমের কারনে এ কর্মী সভাটি জনসভায় রূপ নেয়। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান,স্থানীয় আওয়ামী লীগ নেতা রেফাজ উদ্দিন আহমেদ, গোলাম মোস্তফা তালুকদার মধূ, আব্দুল হান্নান তালুকদার, লুৎফর রহমান মুকুল, জিয়াউর রহমান স্বাধীন, আল আমিন, আলী আসলাম প্রমুখ এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।---ডিনিউজ
রোববার দুপুরে কাজীপুর উপজেলা আওয়ামী লীগ অফিস চত্বরে স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শওকত আলী এ কর্মী সভায় সভাপতিত্ব করেন।
তিনি বলেন, ফখরুদ্দীন-মঈন উদ্দিনের তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের তিক্ত অভিজ্ঞতার পর আর কোন অনির্বাচিত সরকারের কাছে বাংলাদেশের শাসন ক্ষমতা হস্তান্তর করা নিরাপদ নয়।
মোহাম্মদ নাসিম বলেন, হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি, যানবাহনে আগুন ও বোমা মেরে নির্বিচারে মানুষ খুন করে কেউ ক্ষমতায় যেতে পারবেনা। গনতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জনগনের ম্যান্ডেট পেলেই কেবল একটি রাজনৈতিক দলের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
দিনের পর দিন হরতালের নামে সন্ত্রাস ও বোমাবাজি করে বেগম খালেদা জিয়া কি অর্জন করেছেন তা দেশবাসী জানতে আগ্রহী এ দবি করে সাবেক মন্ত্রী নাসিম বলেন , ’গনতান্ত্রিক মূল্যবোধ নস্যাৎ করার এজেন্ডা বাস্তবায়ন করতে জামায়াতি-হেফাজতি ও আত্মগোপনে থাকা জঙ্গীদের সহায়তা নিয়ে মাঠে নেমে বিএনপি নেত্রী জনগনকে হত্যা করা ছাড়া আর কিছুই করতে পারেননি।’
তিনি বলেন, বিপুল জনসমর্থন নিয়ে নির্বাচিত একটি সরকারকে এভাবে ক্ষমতাচ্যুত করা যায়না। বঙ্গবন্ধু কন্যা, শেখ হাসিনা গনতন্ত্রকে সুসংহত করে প্রতিষ্ঠানিক রূপ দেয়ার যে পদক্ষেপ গ্রহন করেছেন, তা শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির জন্যও একটি অনুকরনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ নির্বাচনী প্রস্তুতি পুরাদমে শুরু করেছে। অন্যান্য রাজনৈতিক দলও নিজ নিজ প্রস্তুতি নিচ্ছে। শুধুমাত্র বিএনপি নেতৃত্বাধীন জোট দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করে বাঁকা পথে ক্ষমতা দখল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্র সফল হবেনা।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার সারা দেশে উন্নয়নের যে রোল মডেল সৃষ্টি করেছেন, তা সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে ও দেশবাসী তার সুফল পেতে শুরু করেছেন। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ন করা, ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, বৈদেশিক মুদ্রার রেকর্ড পরিমান অর্জনসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের অভাবনীয় সাফল্যের কথাও তিনি তুলে ধরেন।
উল্লেখ্য ,ব্যাপক জন সমাগমের কারনে এ কর্মী সভাটি জনসভায় রূপ নেয়। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান,স্থানীয় আওয়ামী লীগ নেতা রেফাজ উদ্দিন আহমেদ, গোলাম মোস্তফা তালুকদার মধূ, আব্দুল হান্নান তালুকদার, লুৎফর রহমান মুকুল, জিয়াউর রহমান স্বাধীন, আল আমিন, আলী আসলাম প্রমুখ এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়