Thursday, November 7

জিয়ার মাজারে খালেদার জিয়ার শ্রদ্ধা

ঢাকা : ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ‌ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়। বিরোধীদল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পালিন করছে দিবসটি।  

বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরে রহমানের মাজার জিয়ারত করেছেন এবং মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। খালেদা জিয়ার পর দলীয় নেতা-কর্মীরাও জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 
জাতীয় সংহতি দিবস উপলক্ষে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হতে থাকেন। দিবসটি উপলক্ষে সকাল থেকেই মাজার এলাকায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। খালেদা জিয়া মাজার জিয়ারত শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির ক্যাম্প উদ্বোধন করে চলে যান। 
এছাড়া, সকাল ৬টায় বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ। দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে দুপুর ২ টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অনুষ্ঠিত হবে।

 উল্লেখ্য, বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭৫ সালের আজকের এ দিনে দেশপ্রেমিক জনগণ ও সশস্ত্রবাহিনীর অকুতোভয় সেনারা দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে ঐতিহাসিক সংহতি ও বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সমুন্নত রাখে। এতে বহু দলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা ও জাতীয় ঐক্যের লক্ষ্যে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয়। এ উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এক বাণীতে ৭ নভেম্বরের চেতনায় প্রতিটি দেশ প্রেমিক নাগরিককে জাতীয় স্বার্থ রক্ষায় এবং 'আওয়ামী দুঃশাসন' থেকে মুক্তিপেতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়