Thursday, November 7

আলীমের খালাস চেয়ে আপিল

ঢাকা : বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীম আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস চেয়ে আপিল করেছেন।
 
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আলীমের আইনজীবী জয়নুল আবেদিন এ আবেদন জমা দেন।
 
আপিলে খালাস চেয়ে ২ হাজার ৮৭৮ পৃষ্ঠার নথি সংবলিত ১২০টি যুক্তি তুলে ধরা হয়েছে। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করবেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
 
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৯ অক্টোবর বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আলীমকে আমৃত্যু কারাদণ্ড দেন।
 
রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "আবদুল আলীমের বিরুদ্ধে আনা ১৭ অভিযোগের মধ্যে ৯টি প্রমাণিত হয়েছে। একটি অভিযোগে তাকে ১০ বছর করাদাণ্ড দেয়া হয়েছে, চারটি অভিযোগে তাকে ২০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে এবং ও বাকি চারটি অভিযোগের জন্য তাকে আমৃত্যু জেলে থাকতে হবে। অর্থাৎ যে পর্যন্ত তার শারীরিক মৃত্যু না ঘটবে সে পর্যন্ত জেলে থাকতে হবে।"
 
তিনি বলেন, "আদালত বলেছেন, আবদুল আলীম যে অপরাধ করেছেন সে অপরাধে সর্বোচ্চ শাস্তি হওয়াই প্রয়োজন ছিল। অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়াই প্রয়োজন ছিল। তবে তার শারীরিক অবস্থা, তার অক্ষমতা, চলাচলের অক্ষমতা, তার বয়স- ইত্যাদি বিবেচনা করে তাকে আমৃত্যু জেলে থাকার দণ্ড প্রদান করা হয়েছে।"
 
আইনে আছে কোনো শারীরিক অবস্থা বিবেচনা করে সাজা দেয়া যায় না। তা হলে আজকে যে সাজা দেয়া হলো এতে কি আইনের ব্যতয় ঘটেছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেন, "বিচারকরা যেটা ভালো মনে করেছেন, সেটা তারা রায় দিয়েছেন।"
 
সাংবাদিকরা রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, "আমি সন্তুষ্ট না অসন্তুষ্ট এ বিষয়ে কোনো মন্তব্য করব না। পূর্ণাঙ্গ রায় পেয়ে সিদ্ধান্ত নেব।"
 
রায়ের সমালোচনার ব্যাপারে আাদালত কী বলেছেন- জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল জানান, আদালত বলেছেন, রায় সম্পর্কে সমালোচনা করতে হলে রায়টি পুরোপুরি পড়ে তখন সমালোচনা করেন।
 
আলীমের বিরুদ্ধে আনা ১৭টি অভিযোগের মধ্যে ১, ২, ৬, ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৪ নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে ১ নম্বর অভিযোগে ১০ বছর এবং ৬, ৭, ৯ ও ১২ নম্বর অভিযোগে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আর ২, ৮, ১০ ও ১৪ নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
 
গত ২২ সেপ্টেম্বর আলীমের উপস্থিতিতে মামলার সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রায়ের তারিখ অপেক্ষামাণ রাখেন। ওই দিন রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে জামিনে থাকা আলীমের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
 
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১১ সালের ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেফতার করা হয়। এরপর ৩১ মার্চ তাকে এক লাখ টাকা মুচলেকায় ঢাকার বাসায় থাকার শর্তে জামিন দেন ট্রাইব্যুনাল। পরবর্তীতে বেশ কয়েক দফায় তার এই জামিনের মেয়াদ বাড়ানো হয়।
 
নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বহু প্রতীক্ষিত বিচার প্রক্রিয়া শুরু হয়।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়