Sunday, November 3

দামেস্কের উপকণ্ঠে গাড়িবোমা বিস্ফোরণ: অন্তত ১০ জনের প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে এক গাড়িবোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। সিরিয়ার গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা ওই হামলা চালিয়েছে। দামেস্কের উপকণ্ঠে অবস্থিত ইয়ারবুদ এলাকায় শনিবার রাতে চালানো ওই বোমা হামলায় অপর ১২ ব্যক্তি আহত হয়েছে। ইয়ারবুদের একটি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে ওই বোমা হামলা চালানো হয়। এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাস দিয়ে বিদেশি মদদে সহিংসতা চলছে। সৌদি আরব, কাতার ও তুরস্ক এবং তাদের পশ্চিমা মিত্ররা বাশার আসাদের সরকার বিরোধী তাকফিরি গোষ্ঠীগুলোকে সব রকম পৃষ্ঠপোষকতা দিচ্ছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সিরিয়ায় গত আড়াই বছরের সহিংসতায় একলাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়