রাজাগঞ্জ প্রতিনিধি
দেশব্যাপী বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নৈরাজ্য, সহিংস, জ্বালাও পোড়াও আন্দোলনের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার বিকেল ৪টায় কানাইঘাটের রাজাগঞ্জ বাজারে যুবলীগ-ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। উপজেলা যুবলীগের অন্যতম সদস্য মাহবুব আহমদ চুনুর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা জয়নাল উদ্দিন ও ছাত্রলীগ নেতা শাহীনুলের যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের উপ সাহিত্য সম্পাদক মুমিনুজ্জামান মুবিন,যুবলীগ নেতা সেলিম উদ্দিন,জলিল উদ্দিন ,রুবেল আহমদ,সালিম আহমদ, মিছবা উদ্দিন,অলি মিয়া,সাগর মিয়া হামিদ আলী,আব্দুল্লাহ,জালাল,রেজওয়ান,ফুজায়েল,জাবেদ,জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান,রাজাগঞ্জ ইউপি ছাত্রলীগ নেতা জাহেদ আহমদ,সুহেব আহমদ,ছালিম,শাহিন আহমদ,খায়রুল,সাকের আহমদ,রাকান আহমদ প্রমূখ। সভায় বক্তারা বলেন,হরতালের নামে ১৮ দলীয় জোট সারা দেশে যে, ভাংচুর-পিকেটিং ও নৈরাজ্য সৃষ্টি করেছে তা বরদাস্ত করা হবে না। দলীয় সকল নেতা-কর্মীকে নিয়ে প্রত্যেকটি পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে যেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা কোন প্রকার বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়