Saturday, November 16

টাইম ম্যাগাজিন ‘পার্সন অব দি উইক’ শচিন

ঢাকা: ক্রিকেট বিশ্বের বিষ্ময় শচীন টেন্ডুলকার এবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টাইম ম্যাগাজিন পার্সন অব দি উইক' মনোনিত হয়েছেন। ২০০-তম টেস্ট খেলে ক্রিকেট জীবনে ইতি টানা শচিনকে তারা এর আগে 'পার্সন অব দি মোমেন্ট' খেতাব দিয়েছিল।

গত ১০ নভেম্বর শুরু হওয়া সপ্তাহে পার্সন অব দি উইক' বাছার জন্য অনলাইনে ভোট করে টাইম। তাতে ম্যাগাজিনের পাঠকদের বিচারে চীনা প্রেসিডেন্ট জি জিনপিং ও মার্কিন ফেডারেল রিজার্ভের প্রধান মনোনীত জ্যানেট ইয়েলেনের মতো প্রতিদ্বন্দ্বীদের টপকে গিয়েছেন কিংবদন্তী ক্রিকেট সাধক। শচিন পেয়েছেন মোট ভোটের ৮৮ শতাংশ, ৫৪টি ভোট। যথাক্রমে ১৩.৪১ ও ৬.১ শতাংশ ভোট পেয়ে অনেক পিছনে রয়েছেন ইয়েলেন ও জিনপিং।

টাইম বলেছে, ভারতের শীর্ষ ক্রিকেটার অবসরের আগে শেষ টেস্টটি খেললেন। শচিনকে তার প্রজন্মের সর্বসেরা বলা হয়ে থাকে। দীর্ঘ ২৪ বছরের ক্রিকেটার জীবনে অসংখ্য রেকর্ড ও মাইলস্টোন গড়েছেন, শচিন যা ভেঙে দেয়া রীতিমতো চ্যালেঞ্জ হয়ে থাকবে আগামী প্রজন্মের ক্রিকেটারদের কাছে।

মার্কিন মিডিয়া ইতিমধ্যে শচিনকে গভীর শ্রদ্ধা জানিয়েছে। তাদের মতে, ব্যাটসম্যান হিসাবে শচিন চরম উৎকর্ষতার ছাপ রেখে যাচ্ছেন বিনম্রতার পরিচয় রেখে যাচ্ছেন। 

ডিনিউজবিডি/সোহেল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়