ঢাকা : জেলা হত্যা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশ স্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বেলা সাড়ে তিনটার দিকে সেখানে পৌছান তিনি। এর আগে বেলা আড়াইটার দিকে কোরআন, গীতা, ত্রিপিঠক ও বাইবেল থেকে পাঠের মধ্যে দিয়ে সমাবেশের সূচনা হয়।
সভামঞ্চে উপস্থিত রয়েছেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, নূহ উল আলম লেনিন, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, জাহাঙ্গীর কবির নানক, খালেদ মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
সমাবেশ উপলক্ষে দুপুরের আগ থেকেই নেতা-কর্মীরা পোস্টার ও ব্যানার নিয়ে মিছিল করে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকে। ওই সময় থেকেই মঞ্চের মাইকে বাজানো হয় 'জাগরণের গান'। সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশে-পাশের এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ৩ নভেম্বর কারাবন্দি অবস্থায় হত্যা করা হয় তার চার সহচর, মুক্তিযুদ্ধ পরিচালনাকারী নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে। দিবসটি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আগে সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে ফুল দেয় আওয়ামী লীগ।---ডিনিউজ
রোববার বেলা সাড়ে তিনটার দিকে সেখানে পৌছান তিনি। এর আগে বেলা আড়াইটার দিকে কোরআন, গীতা, ত্রিপিঠক ও বাইবেল থেকে পাঠের মধ্যে দিয়ে সমাবেশের সূচনা হয়।
সভামঞ্চে উপস্থিত রয়েছেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, নূহ উল আলম লেনিন, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, জাহাঙ্গীর কবির নানক, খালেদ মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
সমাবেশ উপলক্ষে দুপুরের আগ থেকেই নেতা-কর্মীরা পোস্টার ও ব্যানার নিয়ে মিছিল করে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকে। ওই সময় থেকেই মঞ্চের মাইকে বাজানো হয় 'জাগরণের গান'। সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশে-পাশের এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ৩ নভেম্বর কারাবন্দি অবস্থায় হত্যা করা হয় তার চার সহচর, মুক্তিযুদ্ধ পরিচালনাকারী নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে। দিবসটি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আগে সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে ফুল দেয় আওয়ামী লীগ।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়