দেশ ব্যাপী ১৮ দলীয় জোটের ডাকে টানা ৮৪ ঘন্টার হরতালের শেষ দিন কানাইঘাটে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে সকাল থেকে বিএনপি ও সহযোগী সংগঠন এবং জামায়াত শিবিরের নেতাকর্মীরা কানাইঘাট পৌর শহরসহ গাছবাড়ী বাজার, সড়কের বাজার, বুরহান উদ্দিন বাজারসহ বিভিন্ন স্থানে বেলা ১২টা পর্যন্ত পিকেটিং করে। হরতালের শেষ দিনে বিরোধী জোটের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল লক্ষনীয়। হরতালের সমর্থনে দুপুর ১২টায় ১৮ দলীয় জোটের ব্যানারে পৌর শহরে একটি মিছিল বের হয়। মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ইফজালুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শরিফুল হক, বিএনপি নেতা হাজী জসীম উদ্দিন, কাউন্সিলার রহিম উদ্দিন ভরসা, মখলিছুর রহমান, নজরুল ইসলাম, উমর আলী, আজিজুল হক, জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ এবাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন, খেলাফত মজলিসের সভাপতি সিব্বির আহমদ, ইসলামী ঐক্যজোট নেতা মাওঃ আজির উদ্দিন, মাওঃ মহি উদ্দিন ইকরাম ও জোটের নেতৃবৃন্দ। অপরদিকে হরতালের সমর্থনে উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, বিএনপি নেতা নিজাম উদ্দিন, নাজিম উদ্দিন, জাকারিয়া, বিলাল, ছাত্রদল নেতা জাকির উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া জামায়াত শিবিরের নেতাকর্মীরা মনসুরিয়া মাদ্রাসা পয়েন্টে পিকেটিং শেষে একটি মিছিল বের করে। মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল করিম, জামায়াত নেতা প্রভাষক বশির আহমদ, ডাঃ আব্দুর রকিব, মাওঃ শরিফ উদ্দিন, হাফিজ তাজ উদ্দিন, মাওলানা আলিম উদ্দিন, শিবির নেতা রশিদ আহমদ, গিয়াস উদ্দিন প্রমুখ। হরতালের নাশকতা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ পৌর শহর ও গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচল শুরু হয়, অফিস পাড়া, ব্যাংক-বীমা খোলা থাকলেও উপস্থিতি ছিল কম।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়