Monday, November 4

'গণমাধ্যম স্বাধীন'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "আওয়ামী লীগ সরকার আমলে সাংবাদিকদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেয়া হয়। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এমনকি মিডিয়ার স্বাধীনতাও নিশ্চিত করা হয়।"
সোমবার রাজধানীতে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-পিআইবি'র নবনির্মিত আটতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
শেখ হাসিনা বলেন, "দেশ ডিজিটাল হতে শুরু করেছে। এখন অনলাইন মিডিয়ার সৃষ্টি হয়েছে। আমরা তথ্য অধিকার আইন করেছি। সাংবাদিকদের বিরুদ্ধে মামলার পর গ্রেপ্তার না করে সমন জারির বিধান করা হয়েছে।"
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের জন্য 'কল্যাণ ফান্ড' গঠন করেছে।
তিনি আরো বলেন, "আমাদের সরকারের আমলেই দেশে মোবাইল ফোন সেবা চালু হয়েছে। তথ্যপ্রযুক্তির উন্নয়নে দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে তথ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে। সেখান থেকে গ্রামের মানুষ বিভিন্ন সুবিধা পাচ্ছেন।''---পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়