Tuesday, November 12

দেশবাসী হরতাল প্রত্যাখান করেছে: স্বরাষ্ট প্রতিমন্ত্রী

ঢাকা: প্রধান বিরোধীদল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা  ৮৪ ঘন্টার হরতাল মানুষ প্রত্যাখান করেছে বললেন, স্বরাষ্ট প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। আজ মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংকৃতিক জোট আয়োজিত হরতালের প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে  করেন।

হরতালে মানুষ হত্যার সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আজ আপনার এই হরতালকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাঙ্গালী জাতি প্রত্যাখান করেছে। কারন দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের স্বার্থে আওয়ামী লীগেকে ক্ষমতায় দেখতে চায়।”
বেগম জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলে, “হত্যা-খুন আপনি ভালো জানেন। কারন আপনার স্বামী জিয়াউর রহমান বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করে ক্ষমতায় এসেছিলেন। এবং আপনিও এখন সেই ধারাবাহিকতা রক্ষা করছেন।” প্রতিমন্ত্রী আরও বলেন, বেগম জিয়া আপনি পূর্বের ৬০ ঘন্টার হরতালে গাড়ি জ্বালিয়েছেন, ড্রাইভার ও শিশু বাচ্চাকে পুড়িছেন। হরতাল প্রত্যাখান করে তিনি বিরোধী দল বিএনপিকে নির্বাচনে আসারও আহ্বান জানান।
টুকু বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের ক্ষমতার পরির্বতন হবে। সর্বদলীয় সরকার গঠনের মাধ্যমে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলি সংলাপে খালেদা জিয়ার আন্তরিকতার অভাব আছে এমন ইঙ্গিত করে টুকু বলেন, তিনি ( খালেদা জিয়া ) নির্বাচনের নিরপেক্ষতার ধুয়া তুলে ৬০ ঘন্টা, ৮৪ ঘন্টার হরতাল দিচ্ছেন, নৈরাজ্য ও মানুষ হত্যা করছেন। তিনি বলেন, হরতাল যদিও রাজনৈতিক কর্মসূচি, কিন্তু তা দিচ্ছে যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদও হরতালের সমালোচনা করে বলেন, দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার সময় এসেছে, ঠিক তখনই অস্থিতিশীল অবস্থার দিকে নেওয়ার চেষ্টা করছে।

খালেদা’কে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‌‌‘বড় বড় কথা বলবেন না। সংবিধান অনুযায়ী আমরা নির্বাচন করব। আপনি যেভাবে বলবেন সর্বদলীয় সরকার গঠন করা হবে।’খালেদা জিয়ার সর্বদলীয় সরকার প্রত্যাখানে দুঃখ প্রকাশও করেন মন্ত্রী আবুল কালাম আজাদ।

উল্লেখ্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কৃষকলীগের সহ-সভাপতি এম এ করিম, আওয়ামীলীগের উপ-কমিটির নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়