ঢাকা : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু ইস্যুতে তেহরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থার ভিত্তিতে আলোচনা হতে হবে। তিনি বলেন, সংলাপ হতে হবে অবশ্যই পারস্পরিক বিশ্বাস ও সমমর্যাদার ভিত্তিতে, কোনো পক্ষ অথবা দেশের নির্দেশনা মতো আমরা কোনো প্রস্তাব ও পরামর্শ মেনে নেব না।
গতকাল ইরানের চ্যানেল-২ টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাতকারে জাওয়াদ জারিফ এসব কথা বলেছেন।
তিনি বলেন, নিউইয়র্কে আমরা পশ্চিমাদেরকে পরিষ্কার করে বলেছি যে, তেহরানের ওপর চাপ সৃষ্টির নীতিই মূলত ইরানকে পরমাণু কার্যক্রমে এগিয়ে যেতে এবং তা বাড়াতে বাধ্য করেছে। আট বছর আগে আমাদের কাছে ছিল মাত্র ২০০ সেন্ট্রিফিউজ কিন্তু নিষেধাজ্ঞা আরোপের পর তা এখন ১৯,০০০ হাজারে পৌঁছেছে। এবারের জেনেভা বৈঠকে ইরমাণু চুক্তির বিষয়ে ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছিল তা মীমাংসার জন্যই তাদের বেশি সময় ব্যয় হয়েছে।
তিনি আরো বলেন, পশ্চিমারা যদি অজুহাত না খোঁজে তাহলে ইরানের পরমাণু ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব। এ সময় তিনি স্পষ্ট করেই বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা অবৈধ এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
গতকাল ইরানের চ্যানেল-২ টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাতকারে জাওয়াদ জারিফ এসব কথা বলেছেন।
তিনি বলেন, নিউইয়র্কে আমরা পশ্চিমাদেরকে পরিষ্কার করে বলেছি যে, তেহরানের ওপর চাপ সৃষ্টির নীতিই মূলত ইরানকে পরমাণু কার্যক্রমে এগিয়ে যেতে এবং তা বাড়াতে বাধ্য করেছে। আট বছর আগে আমাদের কাছে ছিল মাত্র ২০০ সেন্ট্রিফিউজ কিন্তু নিষেধাজ্ঞা আরোপের পর তা এখন ১৯,০০০ হাজারে পৌঁছেছে। এবারের জেনেভা বৈঠকে ইরমাণু চুক্তির বিষয়ে ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছিল তা মীমাংসার জন্যই তাদের বেশি সময় ব্যয় হয়েছে।
তিনি আরো বলেন, পশ্চিমারা যদি অজুহাত না খোঁজে তাহলে ইরানের পরমাণু ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব। এ সময় তিনি স্পষ্ট করেই বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা অবৈধ এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়