Wednesday, October 2

গিনিস বুকে রেকর্ডের নতুন উচ্চতা ১৬ ইঞ্চি!

ঢাকা : নেপালের মাস্টার নাউ-এর উচ্চতা মাত্র ১৬ ইঞ্চি বা ৪০.৬ সেন্টিমিটার। ৭৩ বছর বয়সী এই গ্রাম্য বৃদ্ধের খাটো উচ্চতাই গিনস বুকের রেকর্ডকে অন্য উচ্চতা দিতে চলেছে।

মাস্টার নাউয়ের পা এতোটাই ছোট যে তিনি হাঁটতে পারেন না। নড়াচড়া করতে পারেন না এমন মানুষের মধ্যে তিনি সবচেয়ে খর্বকায়। গিনিস বুক তাকে ইতোমধ্যেই এই স্বীকৃতি দিয়ে ফেলেছে। এ বার গোটা বিশ্বের খর্বকায় মানুষের স্বীকৃতি পেতে চলেছেন মাস্টার নাউ। তিনি ভাঙবেন তাইওয়ানের এক ব্যক্তির রেকর্ড যার উচ্চতা ৪৩ ইঞ্চি।

কাঠমুণ্ডু থেকে ২১৭ মাইল দক্ষিণ পশ্চিমে এক নিরিবিলি অঞ্চলে থাকেন মাস্টার নাউ। হিন্দি গান শুনতে বড় ভালবাসেন তিনি। খেতে ও বেশ ভালবাসেন। তবে ঘরের বাইরে বেরোলেই তাকে ঘিরে আশপাশের মানুষের অবাক দৃষ্টি অস্বস্তিতে ফেলে তাকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়