Thursday, October 24

শেরপুর সীমান্ত দিয়ে ৫ কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ


শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত এলাকা দিয়ে বৃহস্পতিবার দুপুরে ৫ বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

ফেরত আসা ৫ কিশোর হলো -কিশোরগঞ্জ জেলার হোসেন পুর উপজেলার জবদল গ্রামের আব্দুস সামাদের ছেলে আক্তারুজ্জামান ছোটন (১৪), শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার আয়নাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে বাচ্চু মিয়া (১৪), বরগুনা সদর উপজেলার চালতাতলী গ্রামের মতিন মোল্লার ছেলে সুজন মিয়া (১৪), বাগেরহাট জেলার মংলা উপজেলার শাহারমাঠ গ্রামের জাকির শেখের ছেলে মোস্তাকিন শেখ (১১), ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার খমিনারবাগ গ্রামের উসমান শেখের ছেলে আকাশ হোসেন (১৪)। দীর্ঘ সাড়ে আট মাস ভারতের মেঘালয় রাজ্যের তুড়া জেলার অবজারবেশন হোমে আটক থাকার পর বৃহস্পতিবার বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মাঝে এক বৈঠকের পর ফেরত দেয় বিএসএফ। 
ফেরত আসা কিশোররা জানায়, চলতি বছরের ১২ ফেব্র“য়ারী শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে বাচ্চু মিয়ার বোনের বিয়েতে ঢাকার উত্তরার হাউজ বিল্ডিং এলাকা থেকে বেড়াতে আসে। আসার পর স্থানীয় এক আদিবাসী যুবকের প্রতারনার ফাদে পড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতীয় আদালত কিশোর অপরাধ হিসেবে গন্য করে তুড়া জেলার অবজারবেশন হোমসে তাদের আটক রাখে। গত ২ জুন সাজার মেয়াদ শেষ হলে কিশোরদের ফেরত দেয়ার জন্য বিএসএফ নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোষ্ট এলাকায় আনে। কিন্তু ঠিকানায় ত্র“টি থাকায় তখন বিজিবি গ্রহন করতে পারেনি। এমতাবস্থায় ওই কিশোরদের আবার ভারতে ফেরত নেয়া হয়েছিল। ঠিকানা যাচাই-বাছাই করার পর আজ বৃহস্পতিবার দুপুরে বিজিবির মাধ্যমে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে পুলিশ ফেরত আসা কিশোরদের তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেয়। দীর্ঘদিন কারাভোগের পর সন্তানদের ফেরত পেয়ে এসময় অভিভাবক ও কিশোররা কান্নায় ভেঙ্গে পড়ে। 
এসময় নেতৃত্ব দেন ২৭ বিজিবি’র ই’ কোম্পানী কমান্ডার সুবেদার মি. অরবিন্দু মন্ডল, নালিতাবাড়ী থানা পুেিশর এসআই আরিফ হোসেন, নাকুগাঁও ইমিগ্রেশন পুলিশের এএসআই আব্দুল মোতালেব প্রমুখ। ১২৭ বিএসএফের কিল্লাপাড়া ক্যাম্পের সাব ইন্সপেক্টর বিকেন্দ্র কুমার রায়, বি-কোম্পনী কমান্ডার অখিলেশ, ভারতীয় পুলিশের ঢালু চেকপোষ্ট ইনচার্জ সুতনা এইচ প্রমুখ। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়