মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার পাওয়ার প-্যান্ট কোম্পানীর দুটি ইঞ্জিন ৩ মাস ধরে যান্ত্রিক ত্র“টির কারণে বিকল থাকায় জাতীয় গ্রীডে ৬ মেঘাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শাহজিবাজার পাওয়ার প্লান্ট কোম্পানীর কর্তৃপক্ষের অস্টিয়ার ওয়েরেন্টি প্রতিষ্ঠান জেন্ডেসারের সঙ্গে যোগাযোগে সমন্বয়হীনতার কারণে ত্র“টিগুলো মেরামত করার বিলম্ব হচ্ছে। জানা গেছে, ২০০৯ সালে ৮৬ মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস টারবাইন চালিত শাহজিবাজার পাওয়ার প্লান্ট কোম্পানী ১৩২ কেভি সঞ্চালন লাইনের জাতীয় গ্রীডে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে আসছিল। গত ১০ জুন ৪৮নং ইঞ্জিনে লিউব ওয়েল প্রেসার ল দেখা দিলে হঠাৎ করে ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। এছাড়া গত ১২ জুলাই ৩২ নং ইঞ্জিনের ২০ নং সিলিন্ডারে নকিং ফেইলর ত্র“টি দেখা দেওয়ায় এ ইঞ্জিনটিও বিকল হয়ে পড়ে। ফলে জাতীয় গ্রীডে ৬ মেঘাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা বন্ধ রয়েছে। ওই পাওয়ার প্লান্টের অস্টিয়ার জেন্ডেসার নামে একটি প্রতিষ্ঠান এসব ত্র“টিগুলো মেরামত করার চুক্তিবদ্ধ হলেও পাওয়ার প্লান্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে ত্রুটিগুলো মেরামতের জটিলতা দেখা দিয়েছে। পাওয়ার প্লান্টের সহাকারী ম্যানেজার (প্রশাসন) নিজাম উদ্দিন এ ব্যাপারে গত ২০ সেপ্টেম্বর মাধবপুর থানায় ইঞ্জিন দুটি বিকলের সমস্যা উল্লেখ করে দুটি জিডি করেছেন। জিডি নং- ৮৪৯ ও ৮৫০। ---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়