Saturday, October 19

এক-এগারোর সুশীলরা প্রস্তাবের বিরোধিতা করছে: জয়

ঢাকা: এক-এগারোর সময়কার সুশীল সমাজের প্রতিনিধিরা সর্বদলীয় সরকারের প্রস্তাবকে বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়।
 
শনিবার জয় তাঁর নিজস্ব ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন।    
 
প্রধানমন্ত্রীর ছেলে লিখেছেন, ‘‘আশা করি আপনারা সবাই আমার মা'র গতকালের ভাষণ শুনেছেন কিংবা দেখেছেন। তিনি আমাদের নির্বাচনী অবস্থান এবং পরিকল্পনা সম্ভাব্য সকল উপায়ে পরিষ্কার করেছেন। একটি ‘নির্বাচিত’ এবং সংবিধান-বিধিবদ্ধ সরকার নির্বাচন তদারক করবে। একটি অনির্বাচিত সরকারের ক্ষমতা দখল করার কোনও সুযোগ নেই। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে,তাই আমরা বিশ্বাস করি প্রস্তাবিত এই সরকারের সঠিক গঠন পরিকল্পনা আলোচনা ও সমঝোতার মাধ্যমে ঠিক করা যেতে পারে। আমরা সংসদে প্রতিনিধি সম্বলিত সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এ সরকারে অংশগ্রহণ ও সরকার গঠনে পরামর্শ চাই।’’
 
জয় আরও বলেন, ‘সুশীল সমাজের একটি বড় অংশ প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছে কিন্তু কৌতূহলোদ্দীপক হলো সুশীল সমাজের যে অংশটি ১/১১-র সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণকে সমর্থন করেছিল তারা এ প্রস্তাবের বিরোধিতা করছে। স্পষ্টত, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না!’----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়