ঝিনাইদহ: ঝিনাইদহে পুলিশ পরিচয়ে এক দম্পত্তির কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৩টার দিকে শহরের পুরাতন ডিসিকোর্ট চত্ত্বর থেকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। সদর উপজেলার নারায়ণপুর গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক নির্মলেন্দু বিশ্বাস ও তার স্ত্রী অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা অফিসের কর্মচারি শোভা বিশ্বাস এ অভিনব ছিনতাইয়ের শিকার হন।
শোভা বিশ্বাস জানান, পূজা উপলক্ষ্যে কেনাকেটা করতে শহরে এসেছিলেন তারা। পুরাতন ডিসিকোর্ট চত্ত্বরে এলে সাদা পোশাক পরিহিত দুই ব্যক্তি পুলিশ পরিচয়ে বলে রাস্তায় মারামারি হয়েছে আপনাদের কাছে কি কি আছে তা চেক করতে হবে। এসময় ঐ দম্পত্তি তাদের ব্যাগে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ ১৫ হাজার টাকা বের করে দেয়। এর পর তারা নানা বাহানা করে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে সটকে পড়ে। পরে এ ছিনতাইয়ের ঘটনাটি ঐ দম্পত্তি পুলিশকে জানায়।
ঝিনাইদহ থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান, ঘটনাটি জানার পর তাদের অভিযোগ নেওয়া হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। --ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়