Saturday, October 5

নবাবগঞ্জে কর্মসংস্থানের জন্য শ্রমিকদের মানব বন্ধন

নবাবগঞ্জ (দিনাজপুর): শনিবার দিনাজপুরের নবাবগঞ্জে দেশি কয়লা ব্যবহার ও কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলার প্রায়  শতাধিক শ্রমিক কর্মসংস্থানের জন্য গোলাপগঞ্জ বাজারে মানব বন্ধন করেছে। প্রতিপাদ্য বিষয় ছিল- দেশীয় কয়লা ব্যবহার ও উত্তোলনের জন্য কর্মসংস্থানের সৃষ্টির জন্য “দিনাজপুর দক্ষিন পূর্বাঞ্চল উন্নয়ন ফ্রন্ট” এর আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উন্নয়ন ফ্রন্টের নবাবগঞ্জ উপজেলা সমন্বয়কারী ৩নং গোলাপগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ রওশন আলী জানান- দেশের কয়লা উত্তোলন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে দেশ আর্থিকভাবে লাভবান হবে। মানব বন্ধন শেষে ওই ফ্রন্টের দিনাজপুর ৫ উপজেলার কো-অডিনেটর মোঃ খন্দকার নুরুজ্জামান (রাজা) জানান- এই ফ্রন্ট ৫ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক ও সেবা মূলক কাজ করে যাচ্ছে। তিনি উন্নয়ন ফ্রন্টের সহায়তার জন্য সকলকে আহব্বান জানান।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়