নিজস্ব প্রতিবেদক:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কানাইঘাট চতুলবাজার ব্যবসায়ী সমিতির ২বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আজ সোমবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চতুল বাজারস্থ পুরনো কৃষি ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে বাজারের মোট ৬৪৪ জন ভোটারের মধ্যে ৬৩৫ জন ভোট দেন। নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা সুয়েব আহমদ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি হাজী আব্দুর রশিদ (চাকা) প্রতীক নিয়ে ৩৩১ এবং সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুলতান করিম (দোয়াত-কলম) প্রতীক নিয়ে ৪৭৬ ও কোষাধ্যক্ষ পদে মোস্তাক আহমদ (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সদস্য পদে মোট ১২জন প্রার্থীর মধ্যে বিজয়ী ৬জন হলেন সিরাজুল হক (বৈদ্যুতিক বাল্ব) ৩৮৪, শামসুল হক (আম) ৩৩৯, জামিল আহমদ বাবুল (হাতপাখা) ৩২৪, জয়নাল আবেদীন (হারিকেন) ৩১৬, আব্দুল হেকিম (সেলাই মেশিন) ৩০৯ ও হারুন আহমদ (কলস) প্রতীক নিয়ে ২৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। বিজয়ী প্রার্থীদের নিয়ে তাদের সমর্থকরা বাজারে আনন্দ মিছিল করে। এদিকে চতুল বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ এবং প্রবাসী জাপা নেতা কিউএম ফররুখ আহমদ ফারুক।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়