Wednesday, October 2

৮ লাখ সরকারি চাকরিজীবীকে বিনা বেতনে ছুটি দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার

ঢাকা: ওবামা প্রশাসনের বাজেট কংগ্রেসে অনুমোদন না হওয়ায় কিছু কিছু কার্যক্রম গুটিয়ে আনতে শুরু করেছে যুক্তরাষ্ট্র সরকার। এর অংশ হিসেবে প্রায় ৮ লাখ সরকারি চাকরিজীবীকে বিনা বেতনে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে।

গত ১৭ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ঘটলো এ ধরনের ঘটনা। এদিকে কংগ্রেসের ব্যর্থতা স্বীকার করে নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, অর্থ সংকট থাকলেও দেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রতিরক্ষা খাতকে শক্তিশালী রাখতে তিনি সচেষ্ট থাকবেন।

তিনি আরো বলেন, দুর্ভাগবসতো কংগ্রেস দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। কিন্তু বাজেট কমানোর বিপক্ষে আমি যুদ্ধ চালিয়ে যাব। কারণ খরচ কমালে প্রতিরক্ষা ও দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্থ হবে। আমাদের এমন কোনো চুক্তিতে আসতে হবে যেন তা আমাদের আর্থিক চ্যালেঞ্জ দূর করে প্রতিরক্ষা ও অর্থনীতিকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

আমি এইটুকু নিশ্চয়তা দিতে পারি আমাদের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী থাকবে। সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারের জন্য আমি লড়বো।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়