রাজশাহী: শিশু মুত্যুর ঝুকি কমাতে আগামী ৫ অক্টোবর শনিবার সারা দেশের মতো রাজশাহী জেলার সর্বত্র ৬ থেকে ১১ এবং ১১ থেকে ৫৯ মাস বয়সের সকল শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল সেবন ক্যাম্পেইনের কাজ শুরু হয়েছে। শিশুদের এই হাইপটেনসি ভিটামিন ক্যাবসুল খাওয়ানোর জন্য প্রত্যেক জেলা শহর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মনিটরিং দলে নিয়োজিত রয়েছে জুনিয়র শিশু মেডিকেল কনসালটেন্ট ও মেডিকেল অফিসার।
ক্যাম্পেইন উপলক্ষে বুধবার সকালে রাজশাহী সিভিল সার্জন জেলা মনিটরিং টিম এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় তারা বলেন, ভিটামিন এ ক্যাপসুল জন্মের পর শিশুকে খাওয়ানো হলে দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুকি কমায়। এজন্য ৬-১১ মাস বয়সের শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ এবং ১২-৫৯ মাস বয়সের পত্যেক শিশুকে বছরে দু‘বার ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। তবে শিশুদেরকে এই ক্যাপসুল সেবন করানোর পর কারো কারো কিছুটা বমিবমি ভান লাগতে পারে, এতে ভয়ের কিছু নেই বলে তারা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এইচপিএনএসডিপি‘র একটি বাস্তবায়নধীন এই কার্যক্রমকে বাস্তবায়নে সহায়তাদানে বক্তা দেশের প্রত্যেক সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রাজশাহীসহ এর আশে পাশের উপজেলায় মোট ১হাজার ৮শ’ ৭৭টি কেন্দ্র মোট ৫হাজার ৮শ’ ১৫জন কর্মী ৫-৫৯মাস বয়সী ২লাখ ৫৮হাজার ৪শ’ ৫১জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে শিশুদের নিমুনিয়া, জ্বর বা অন্যান্য কোন রোগ থাকলে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর পূর্বেই স্বাস্থ্যকমীকে অবহিত করতে হবে।
রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডা: আজিজুল ইলামের সভাপতিত্বে আহূত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক প্রশাসন ডা: আনিসুর রহমান, সহকারী পরিচালক রোগ নিয়ন্ত্রণ ডা: ফেরদৌস আজমল ও ডা: শামীম-উল ইলাম প্রমুখ।---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়