ঢাকা: বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গিয়াস কামাল চৌধুরী আর নেই। আজ শনিবার ভোরে রাজধানীর একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি বিভিন্ন সময়ে একাধিক মেয়াদে ডিইউজে, বিএফইউজে এবং জাতীয় প্রেসকাবের সভাপতির দায়িত্ব পালন করেন।
তিনি ভয়েস অব আমেরিকার ঢাকা সংবাদদাতা হিসেবে বেশি পরিচিত ছিলেন। বাংলাদেশের কূটনীতিক হিসেবে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে দায়িত্বও পালন করেছেন তিনি। গিয়াস কামাল ২০১১ খ্রিস্টাব্দে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। এতে তার স্মৃতিশক্তি ও স্বাভাবিক জীবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সর্বশেষ গত ৯ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর থেকেই তার ফুসফুসের অবস্থা ক্রমশ অবনতির দিকে যায়। তাই বেশ কিছুদিন ধরেই গিয়াস কামালকে আইসিইউতে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেয়া হয়। দুপুর ১২টায় জাতীয় প্রেস কাবের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ১৯৩৯ সালের ২১ জুলাই গিয়াস কামাল ফেনী জেলার সদর উপজেলার শর্শদিতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন।--ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়