ঢাকা : রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মনে করেন যে, রাশিয়া ও চীনের মাঝে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে সহযোগিতা সম্পর্কিত স্পর্শ-বিন্দু বেশি।
মঙ্গলবার এশীয়-প্রশান্ত মহাসাগরীয় শীর্ষ সাক্ষাতের ফলাফল সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে তিনি মনে করিয়ে দেন যে, সহযোগিতা চলছে কার্বন-যৌগ, বিদ্যুত্শক্তি, পারমাণবিক বিদ্যুত্শক্তি, বিমান নির্মাণ, ধাতু উত্পাদন, পরিবহণ এবং পরিকাঠামোর ক্ষেত্রে। পুতিন, বিশেষ করে, উল্লেখ করেন যে, চীন আগ্রহ প্রকাশ করছে ভারী হেলিকপ্টারের প্রতি, আর এ ক্ষেত্রে রাশিয়া পৃথিবীতে অগ্রণী একটি স্থানে রয়েছে। তিনি আরও উল্লেখ করেন চওড়া ফিউজলেজের বিমান নির্মাণের ক্ষেত্রে রাশিয়া ও চীনের সহযোগিতার কথা। পুতিন জোর দিয়ে বলেন যে, রাশিয়া ও চীনের মাঝে পণ্য-আবর্তন ক্রমাগত বাড়ছে এবং ২০১৩ সালে পৌঁছোবে ৫৭০০ কোটি ডলারে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়