Tuesday, October 22

নাটোরে দু’গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫

নাটোর : নাটোরের সিংড়ার পুঠিমাড়ি ও কুশাবাড়ি গ্রামবাসীর মধ্যে ঈদের পর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বসা নিয়ে সংঘর্ষে আব্দুল গণি (৩০) নামের একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঈদ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বসা নিয়ে সিংড়ার পুঠিমাড়ি ভাটোপাড়া গ্রামের সাথে পার্শ্ববর্তী কুশাবাড়ি গ্রামের লোকজনের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পুটিমাড়ি ভাটোপাড়া ও কুশাবাড়ি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। উভয় পক্ষের সংঘর্ষে কুশাবাড়ি গ্রামের আব্দুল গণি নামের এক যুবক নিহত হয়। আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহত গণি কুৃশাবাড়ি গ্রামের ফজলার রহমানের ছেলে। এ ঘটনায় আহতদের মধ্যে কুদরত আলী (৫৮), আজমত আলী (৫০), শরিফুল ইসলাম (১৬), আতিকুল ইসলাম (২০), রেজাউল করিম (৩২), ইসাহাক আলী(৪১) ও হাসিনা বেগম (৩৯) কে  নাটোর আধুনিক সদর হাসপাতাল ও বাকিদের বিভিন্ন চিকিৎসালয়ে ভর্তি করা হয়েছে। 
নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ বলেছেন, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত গণির লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে জানা গেছে। 
এ ব্যাপারে কথা বলতে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম ফয়েজুর রহমানের অফিসিয়াল মোবাইল ফোনে (০১৭১৩৩৭৩৮৫৮) যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়