ওয়াশিংটন: মার্কিন পার্লামেন্টের রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ হাউস অব রিপ্রেজেন্টেটিভ পরবর্তী বছরের বাজেট অনুমোদন না করায় বন্ধ হয়ে যাচ্ছে মার্কিন সরকারের স্বাভাবিক কার্যক্রম।
এর ফলে সাত লাখেরও বেশি মার্কিন সরকারি কর্মকর্তা-কর্মচারী অবৈতনিক ছুটিতে যেতে বাধ্য হবেন। তারা কবে কাজে ফিরতে পারবেন তার কোনো নিশ্চিয়তাও নেই।
টাকা খরচে অনুমোদনের অভাবে সরকারি কাজকর্মে তালা পড়ে যাওয়ার নিদর্শন অবশ্য আমেরিকায় এই প্রথম নয়। ১৯৭৬ সালের পর থেকে এ পর্যন্ত ১৭ বার এ ঘটনা ঘটেছে। তবে গত ১৭ বছরে এই প্রথম অনুমোদনের অভাবে দেশটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গেল। শেষ বার এমন ঘটেছিল বিল ক্লিন্টনের সময়। ১৯৯৫ সালে টানা তিন সপ্তাহ বন্ধ হয়ে গিয়েছিল সরকারি কাজকর্মে।
এ বার আমেরিকার দুই প্রধান রাজনৈতিক দল ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে মন কষাকষির প্রধান কারণ প্রেসিডেন্ট বারাক ওবামার চালু করা সবার জন্য স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত আইন। যা ‘ওবামা কেয়ার’ নামে পরিচিত। মার্কিন মুলুকে কম খরচে প্রায় সবাইকে চিকিৎসা পরিষেবার আওতায় আনতে এই বিল পেশের জন্য সেই ২০০৮ সাল থেকেই জোরালো দাবি জানিয়ে আসছেন ওবামা। ২০১০ সালের ২৩ মার্চ ওই বিল আইনে পরিণতও হয়েছে। চলতি মাস থেকে তার একটা বড় অংশ সত্যি সত্যিই কার্যকর হওয়ার কথা।
কিন্তু এখানেই বেঁকে বসেছে বিরোধী রিপাবলিকানরা। শুরু থেকেই তারা এই আইনের বিরোধতা করে আসছে। তাদের যুক্তি, এটি আসলে করদাতাদের অর্থের বিপুল অপচয়। সেই সঙ্গে বেসরকারি স্বাস্থ্য বীমার সর্বনাশও।
এই যুক্তিতে ভর করেই মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ ওবামা কেয়ারকে আপাতত এক বছর পিছিয়ে দেয়ার কথা বলেছে সেখানে সংখ্যাগুরু রিপাবলিকানরা।
এনিয়ে ডেমোক্রেটদের সঙ্গে একমত হতে না পারায় সোমবার মধ্যরাত থেকে সরকারের স্বাভাবিক কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।
এর ফলে সাত লাখেরও বেশি মার্কিন সরকারি কর্মকর্তা-কর্মচারী অবৈতনিক ছুটিতে যেতে বাধ্য হবেন। তারা কবে কাজে ফিরতে পারবেন তার কোনো নিশ্চিয়তাও নেই।
টাকা খরচে অনুমোদনের অভাবে সরকারি কাজকর্মে তালা পড়ে যাওয়ার নিদর্শন অবশ্য আমেরিকায় এই প্রথম নয়। ১৯৭৬ সালের পর থেকে এ পর্যন্ত ১৭ বার এ ঘটনা ঘটেছে। তবে গত ১৭ বছরে এই প্রথম অনুমোদনের অভাবে দেশটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গেল। শেষ বার এমন ঘটেছিল বিল ক্লিন্টনের সময়। ১৯৯৫ সালে টানা তিন সপ্তাহ বন্ধ হয়ে গিয়েছিল সরকারি কাজকর্মে।
এ বার আমেরিকার দুই প্রধান রাজনৈতিক দল ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে মন কষাকষির প্রধান কারণ প্রেসিডেন্ট বারাক ওবামার চালু করা সবার জন্য স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত আইন। যা ‘ওবামা কেয়ার’ নামে পরিচিত। মার্কিন মুলুকে কম খরচে প্রায় সবাইকে চিকিৎসা পরিষেবার আওতায় আনতে এই বিল পেশের জন্য সেই ২০০৮ সাল থেকেই জোরালো দাবি জানিয়ে আসছেন ওবামা। ২০১০ সালের ২৩ মার্চ ওই বিল আইনে পরিণতও হয়েছে। চলতি মাস থেকে তার একটা বড় অংশ সত্যি সত্যিই কার্যকর হওয়ার কথা।
কিন্তু এখানেই বেঁকে বসেছে বিরোধী রিপাবলিকানরা। শুরু থেকেই তারা এই আইনের বিরোধতা করে আসছে। তাদের যুক্তি, এটি আসলে করদাতাদের অর্থের বিপুল অপচয়। সেই সঙ্গে বেসরকারি স্বাস্থ্য বীমার সর্বনাশও।
এই যুক্তিতে ভর করেই মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ ওবামা কেয়ারকে আপাতত এক বছর পিছিয়ে দেয়ার কথা বলেছে সেখানে সংখ্যাগুরু রিপাবলিকানরা।
এনিয়ে ডেমোক্রেটদের সঙ্গে একমত হতে না পারায় সোমবার মধ্যরাত থেকে সরকারের স্বাভাবিক কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়