রাজশাহী: রাজশাহী নগরীর পশ্চিমে জিয়া নগর এলাকায় স্থাপন করা হচ্ছে হাইটেক পার্ক। ৫০একর জমির ওপরে আইটি ভিলেজ ও কৃষি জৈব প্রযুক্তির সুবিধায় এ পার্ক নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ভূমি অধিগ্রহণসহ নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ওই পার্ক স্থাপন হলে বাস্তুচ্যুত হবে জিয়ানগরের সাড়ে ছয় শতাধিক পরিবার। বর্তমানে উচ্ছেদ আতংকে দিন কাটছে ওই এলাকার বাসিন্দাদের। আর রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূনর্ববাসনের আগে বস্তিবাসিদের উচ্ছেদ নয়।
সূত্র জানায়, রাজশাহীসহ এ অঞ্চলের বাসিন্দাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুবিধাসহ নতুন কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে স্থাপিত হচ্ছে রাজশাহী হাইটেক পার্ক। পঞ্চাশ একর আয়তনের ওই পার্কের একটি বিশাল অংশ জুড়ে থাকবে আইটি ভিলেজ। ওই পার্কে স্থান পাবে কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার, কমিউনিকেশন সফটওয়্যার, কমিউনিকেশন হার্ডওয়্যার, আইটিভিত্তিক সেবা, ডিজাইন অ্যান্ড কনসালটেন্সি, বায়োইনফরমেটিকস, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং প্রোডাক্টস, ডিজাইন অ্যান্ড ইলেকট্রনিক প্রোডাক্টস, নিউ অ্যান্ড অ্যাডভ্যান্সড ম্যাটেরিয়ালস, অটোমোবাইল অ্যান্ড মেটাল ইন্ডাস্ট্রিজ। এছাড়াও কৃষি জৈব প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিংসহ অন্যসব প্রযুক্তির সুবিধাও থাকবে ওই পার্কে।
এদিকে, হাইটেক পার্ক স্থাপনের জন্য নগরীর পশ্চিম পার্শ্বে জিয়ানগর এলাকাকে নির্বাচন করায় উচ্ছেদ আতংকে রয়েছেন সেখানকার ৬৬০ টি পরিবার। প্রায় একযুগ আগে পত্তন হওয়ায় ওই এলাকায় আড়াই হাজারের বেশী মানুষের বাস। নগরীর অপেক্ষাকৃত নিচু এলাকা জিয়ানগর। এবারের বন্যায় বাঁধ ভেঙে প্লাবিত হয়ে ছিলো পুরো এলাকা।
বাসিন্দারা বলছেন, নদীভাঙনসহ নানান দুর্যোগের কবলে সহায়-সম্বল হারিয়ে তারা ওই বস্তি এলাকায় আশ্রয় নিয়েছেন। এবার হাইটেক পার্ক স্থাপনের জন্য ওই এলাকা থেকে তাদের উচ্ছেদ করা হলে পরিবার-পরিজন নিয়ে পথে বসতে হবে তাদের। তবে যথাযথ পূর্নবাসন ছাড়া জিয়ানগর বস্তি উচ্ছেদ নয় বলে জানিয়েছেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। মেয়র বলেন, হাইটেক পার্ক স্থাপন কার্যক্রম শুরু হলেও এখনো এর পূর্নাঙ্গ পরিকল্পনা আমাদের হাতে এসে পৌঁছেনি। পরিকল্পনা পেলে বস্তিবাসির পূর্নবাসনে পরবর্তী উদ্যোগ নেয়া হবে।
আওয়ামীলীগ সমর্থিত রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আইটি ভিলেজ স্থাপন। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির ওই পকল্প তরুণ ভোটারদের আকৃষ্ট করে। সেবার নির্বাচিতও তিনি। কিন্তু পুরো মেয়াদে দায়িত্বপালনকালে খায়রুজ্জামান লিটন যেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি তার মধ্যে এটিও একটি। আর গেল নির্বাচনে তার ইশতেহারে বেশ কিছু নতুন বিষয়ের সাথে আইটি ভিলেজ স্থাপনের বিষয়টি ঠাঁয় পেলেও নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে পরাজিত হন তিনি। মাঝে অবশ্য মহাজোট সরকারের শীর্ষ পর্যায় থেকেও রাজশাহীতে আইটি ভিলেজ স্থাপনের বিষয়টি আলোচনায় আসে।
সংশ্লিষ্টরা বলছেন, গত ২০১১ সালের ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আসলে রাজশাহীতে আইটি ভিলেজ প্রতিষ্ঠার দাবি জোরালো হয়। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর তৎকালীন একান্ত সচিব নজরুল ইসলাম খান রাজশাহী সফরে এসে তৎকালিম মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে জায়গা নির্বাচন করেন। সে সময় তিনি জানিয়েছিলেন, আইটি ভিলেজ নয়, রাজশাহীতে গড়ে তোলা হবে তার চেয়ে অত্যাধুনিক হাইটেক পার্ক। পরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নজরুল ইসলাম খান নিয়োগ পেলে হাইটেক পার্ক প্রকল্পটি গতি পায়। ফলে এ অঞ্চলের জনগণের জীবন-মান উন্নয়নে নগরীতে হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে।
অন্যদিকে, রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেসবাহ উদ্দীন চৌধুরী জানান, জমি অধিগ্রহণের জন্য প্রাথমিক সব কাজ শেষ হয়েছে। এখন বাকি রয়েছে ভূমি মন্ত্রণালয় থেকে আইসিটি মন্ত্রণালয়কে হস্তান্তর। এ প্রক্রিয়া সম্পন্ন হলেই দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে হাইটেক পার্ক নির্মাণ কার্যক্রম।--ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়