Tuesday, October 1

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে রাবিতে মানববন্ধন


রাবি :সুন্দরবনের সন্নিকটে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে বাগেরহাট জেলা সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি হুমায়ন রায়হানের সভাপতিত্বে মানবন্ধন চলাকালে বক্তব্য দেন রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ফারুক ইমন, সাবেক সাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক, বিপ্লবী ছাত্রমৈত্রীর সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, বাগেরহাট জেলা সমিতির সাধারণ সম্পাদক শাওন শওকত প্রমূখ।
বক্তারা বলেন, সুন্দরবন আমাদের মা। বিভিন্ন সময় ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে সুন্দরবন। এজন্য সুন্দরবনকে ধ্বংসের মুখে এ ঠেলে দেয় এমন কোনো প্রকল্প বাস্তবায়ন হতে দেয়া হবে না। রামপালে নির্মিতব্য বিদ্যুৎ কেন্দ্র দেশের লাভের চেয়ে ক্ষতিই বেশি করবে উল্লেখ করে বক্তারা অবিলম্বে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্প বাতিলের দাবি জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়