বেইজিং: চীনে দুই বছরের এক শিশুর গর্ভ থেকে আরেকটি বাচ্চা অস্ত্রপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে। জিয়াও ফেং নামের শিশুটির পেট ফুলে গিয়ে ব্যথা ও নিশ্বাস নিতে কষ্ট হতে থাকলে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের ডাক্তাররা এক্স-রে ও এমআরআই করার পর জরুরী অস্ত্রপচার করে তার পেটে থাকা তারই জমজ আরো একটি ভ্রুণ শিশুকে বের করে আনে। তার পেটে থাকা ভ্রুণটি ২৯সেমি লম্বা এবং এটার মেরুদণ্ড, মাংসপেশী ও হাত-পায়ের আঙ্গুল পরিপূর্ণভাবে গজিয়েছিল। পরজীবী এই ভ্রুণটি এত বড়ো হয়েছিল যে, জমজ শিশুটির পেটের দুই-তৃতীয়াংশ এটা দখল করেছিল।
ক্লিভল্যাণ্ডের রেইনবো বেবি ও শিশু হাসপাতালের নিওনেটোলজিস্ট ড.জোনাথন ফ্যানারফ বলেন, সাধারণত জমজ শিশুর ভ্রুণ নিষিক্ত হওয়ার সাথে সাথে আলাদা হয়ে যায়। কখনও কখনও নিষিক্ত হওয়ার পর জোড়া লেগে থাকে। কিন্তু একটা ভ্রুণের পেটে আরেকটা ভ্রূণ বেড়ে ওঠা কদাচিৎ ঘটে থাকে।
ক্লিভল্যাণ্ডের রেইনবো বেবি ও শিশু হাসপাতালের নিওনেটোলজিস্ট ড.জোনাথন ফ্যানারফ বলেন, সাধারণত জমজ শিশুর ভ্রুণ নিষিক্ত হওয়ার সাথে সাথে আলাদা হয়ে যায়। কখনও কখনও নিষিক্ত হওয়ার পর জোড়া লেগে থাকে। কিন্তু একটা ভ্রুণের পেটে আরেকটা ভ্রূণ বেড়ে ওঠা কদাচিৎ ঘটে থাকে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়