আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে সিরিয়া সরকারের সমর্থক ও বিরোধীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে গত এক সপ্তাহ ধরে এ সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে দু’জন শনিবার এবং আরো দু’জন রোববার সকালে প্রাণ হারায়। এছাড়া, শহরের জাবাল মোহসেন এলাকায় আহত এক সৈন্যও রোববার বিকেলে নিহত হয়।
গত সোমবার ত্রিপোলির বাব আত-তাব্বানেহ এলাকায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক ও বিরোধীদের মধ্যে প্রথম সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সে সময় সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে দাঙ্গাকারীদের আলাদা করে দেয়। তবে পরবর্তীতে আবার দাঙ্গা ছড়িয়ে পড়লে তা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এদিকে লেবাননের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ত্রিপোলির সংঘর্ষ বন্ধ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিরাপত্তা বাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। কঠোর হাতে দাঙ্গা দমন করলেও পুলিশ ও সেনাবাহিনী নিরপেক্ষ থাকবে বলে তিনি জানান।
লেবাননের জাবাল মোহসেন এলাকার অধিবাসীরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক; অন্যদিকে বাব আত-তাব্বানেহ এলাকার বাসিন্দারা সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে। সিরিয়ায় আড়াই বছর আগে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা সহিংসতা শুরু করার পর থেকে এ পর্যন্ত লেবাননের ত্রিপোলি শহরে বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়