Monday, October 28

আড়িপাতা কেলেঙ্কারি: ‘আমেরিকাকে আর বিশ্বাস করে না জার্মানি’

ঢাকা : জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হ্যান্স-পিটার ফ্রিডরিচ বলেছেন, আমেরিকার পক্ষ থেকে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের টেলিফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হওয়ার পর ওয়াশিংটনের ওপর আর আস্থা রাখতে পারে না বার্লিন।

তিনি জার্মান দৈনিক বিল্ড অ্যাম সনট্যাগকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, “মার্কিনিরা যদি জার্মান নেতার ফোনে আড়িপেতে থাকে তাহলে তারা জার্মানির মাটিতে সেদেশের আইন লঙ্ঘন করেছে। কাজেই আমাদের মিত্র আমেরিকার প্রতি আমাদের আস্থার জায়গাটিতে ধস নেমেছে।”

ফ্রিডরিচ আরো বলেন, যারা আড়িপাতার ঘটনায় জড়িত তাদের প্রত্যেকের বিচার করতে এবং আড়িপাতা সংক্রান্ত সব তথ্য অনতিবিলম্বে প্রকাশ করতে হবে।

এর আগে জার্মান সাপ্তাহিক ডার স্পাইগেল শনিবার জানায়,  দেশটি চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ফোনে গত ১০ বছরের বেশি সময় ধরে আড়ি পেতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)’র গোপন নথিপত্রের ভিত্তিতে এ খবর প্রকাশ করে পত্রিকাটি। এতে বলা হয়েছে, এনএসএ’র স্পেশাল কালেকশন সার্ভিস (এসসিএস) জার্মান চ্যান্সেলরের ফোনকে ২০০২ সাল থেকে তালিকাভুক্ত করেছে বলে এনএসএর গোপন নথিপত্রে দেখা গেছে।

এ ছাড়া, চলতি বছরের জুন মাসেও এ তালিকায় অ্যাঙ্গেলা মার্কেলের ফোন নম্বর ছিল বলে উল্লেখ করেছে ডার স্পাইগেল। অ্যাঙ্গেলা মার্কেলের ফোনে আড়িপাতাকে কেন্দ্র করে যখন আমেরিকা ও জার্মানির মধ্যে তীব্র টানাপোড়েন চলছে তখন নতুন করে এ চাঞ্চল্যকর খবর দেয় পত্রিকাটি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়