Friday, October 18

প্রধানমন্ত্রীর প্রস্তাব জামায়াতের প্রত্যাখ্যান

ঢাকা: নির্বাচনকালীন সময়ে সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের যে প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে ১৮ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী।
 
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণে তিনি সঙ্কট উত্তরণে নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দেন। এজন্য বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করেন।
 
প্রধানমন্ত্রীর ভাষণের পরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের সহকারী প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করছি।
 
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে জামায়াত সরে আসবে না।’
 
প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, ‘বিরোধী দলের কাছে আমার প্রস্তাব, নির্বাচনকালীন সময়ে আমরা সব দলের সমন্বয়ে সরকার গঠন করতে পারি। আমাদের লক্ষ্য অবাধ নিরপেক্ষ নির্বাচন। শান্তিপূর্ণ নির্বাচন।’
 
তিনি বলেন, ‘তাই আমি বিরোধী দলের কাছে প্রস্তাব করছি যে, বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্য থেকেও আপনারা নাম দিতে পারেন যাদের আমরা অন্তর্বর্তীকালীন সময়ে মন্ত্রিসভায় সদস্য করে সর্বদলীয় সরকার গঠন করতে পারি।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়