আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার বিভিন্ন সেবা সংস্থা বন্ধের নির্দেশ দিয়েছে মার্কিন সরকার। জরুরি বাজেট পাসের বিষয়ে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেট একমত হতে না পারার কারণে হোয়াইট হাউজের বাজেট পরিচালক সিলভিয়া ম্যাথুজ বুরওয়েল এ নির্দেশ দেন। তিনি স্পষ্ট করেই বলেছেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় সেবা সংস্থাগুলোকে এখন বন্ধের নির্দেশ পালন করতে হবে।
মার্কিন সরকারের তহবিল থেকে সমস্ত অর্থ শেষ হয়ে যাওয়ার মাত্র ১০ মিনিট আগে হোয়াইট হাউজের বাজেট পরিচালক সিলভিয়া ম্যাথুজ এ নির্দেশ দেন। গত ১৭ বছরের মধ্যে এই প্রথম নির্দিষ্ট সময়ের মধ্যে সেবা খাতের জন্য বাজেট পাস করতে ব্যর্থ হলো মার্কিন সরকার।
এর আগে, প্রেসিডেন্ট বারাক ওবামা এ বাজেট পাসের বিষয়ে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানান। তারপরও প্রতিনিধি পরিষদ ও সিনেট একমত হতে পারেনি। মার্কিন প্রতিনিধি পরিষদে বিরোধী রিপাবলিকান দলের সংখ্যা গরিষ্ঠতা রয়েছে আর সিনেটের নিয়ন্ত্রণ রয়েছে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের হাতে।
এ বাজেট পাস না হওয়ায় প্রায় আট লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারির আজ পহেলা অক্টোবর থেকে বেতন বন্ধ হয়ে যাবে। এ কারণে জাতীয় পার্ক, পরিবেশ রক্ষাবিষয়ক সংস্থা, মহাকাশ গবেষণা সংস্থাসহ (নাসা) সরকারের বেশ কিছু সংস্থার বেশিরভাগ কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এ পরিস্থিতি এড়াতে জরুরি বিল পাসের উদ্যোগ নেয় ডেমোক্র্যাট দল। কিন্তু রিপাবলিকানরা বলছেন, প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা আইন এক বছর পিছিয়ে না দিলে তারা ওই জরুরি বিলে সমর্থন দেবেন না।
রিপাবলিকানরা এরইমধ্যে গত শনিবার প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব পাস করেছেন। এতে স্বাস্থ্যসেবা আইন এক বছর পিছিয়ে দেয়া ও চিকিৎসা সরঞ্জামের ওপর থেকে কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব অনুমোদনের জন্য উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে। তবে, ডেমোক্র্যাট দলের আইনপ্রণেতারাও বলছেন, সিনেটে ওই প্রস্তাবে অনুমোদন দেয়া হবে না। সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হ্যারি রিড এরইমধ্যে বলেছেন, প্রতিনিধি পরিষদে পাস হওয়া রিপাবলিকানদের ওই প্রস্তাব সিনেট অনুমোদন করবে না।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়