Wednesday, October 2

বৃহস্পতিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

ঢাকা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালাহউদ্দিন কাদের চৌধুরী সুবিচার পাননি বলে অভিযোগ করে বিএনপি আগামীকাল বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। 

আজ বুধবার বিকালে নয়াপল্টন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন। 

তিনি বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা করছে। এই অপচেষ্টার প্রতিবাদে আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর সোহরওয়ার্দী উদ্যানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচির পরপরই তিনি উঠে পড়েন, এ সময় সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে তিনি বলেন, নো কোয়েশ্চন্স।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়