Monday, October 21

খালেদার প্রস্তাব গ্রহণযোগ্য নয় : হানিফ

ঢাকা : আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন তাতে নতুন কিছু নেই। তাই এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়।
সোমবার বিকেলে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পরে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে নিজ কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ১৯৯৬ সালে নির্বাচনে সময় যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, বিএনপির কথামতো তারা নিরপেক্ষ ছিল। কারণ তখন পরাজয়ের পরে বিএনপি সেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রশ্ন তুলেছিল। তাহলে এখন তাদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব? নির্বাচনকালীন সর্বদলীয় সরকার নিযে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন কেবল সেটা নিয়েই আলোচনা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়