Tuesday, October 1

কুকুর যখন বন্দুকধারী

প্রভু ভক্তিতে কুকুরের উদাহরণের তুলনা হয় না। কুকুর নিয়ে মানুষের মধ্যে সেইকারণে কিংবদন্তিরও শেষ নাই। শুধু তাই নয়, কুকুর দিয়ে মানুষ তার নিরাপত্তা ব্যবস্থায়ও উপকৃত হচ্ছে। শত্রু এবং শত্রুর বিভিন্ন আলামত শনাক্তকরণে কুকুরের ভূমিকার জুড়ি নেই।
কিন্তু প্রভুভক্তিতে কুকুরের ভূমিকা কখনো কখনো একেবারে উল্টাও হয়ে উঠতে পারে। রীতিমত প্রভুর বিরুদ্ধেও চলে যেতে পারে পোষা কুকুরটি। ঠিক এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেয়েপোলিসে। একেবারে কুকুরটি তার প্রভুকে গুলি করে বসল।
২২ সেপ্টেম্বর ভোরে মিনেয়েপোলিসের ক্যাস কাউন্টি এলাকার লিচ নদীতে ১৯ বছরের এক ছেলে পাখি শিকার করছিল। সে সময় ওই ছেলের কুকুরটিও তার ছোট্ট নৌকায় লাফ দিয়ে ওঠে পড়ে।
ঠিক ওই সময় কুকুরটি গপ করে তার মালিকের বন্দুকটি পা দিয়ে প্যাঁচিয়ে ধরে ফেলে। এপরপর বন্দুকটি কিছুটা নিচু করে মালিকের পা বরাবর তাক করে সামনের পা দিয়ে ট্রিগারে চাপ মারে কুকুরটি। সঙ্গে সঙ্গে মালিক দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যায়।
এ ঘটনার সাত মাস আগে একই ধরনের ঘটনা ঘটেছিল দেশটির ফ্লোরিডায়। সেখানে এক কুকুর তার মালিক ৩৫ বছরের জর্জিও ডেল ল্যানিয়াকে পিস্তল দিয়ে গুলিবিদ্ধ করে। পিস্তলের ট্রিগারে কুকুরটি পা দিয়ে আঘাত করলে তার মালিক ওই গুলিবিদ্ধ হয়ে গুরতর আহত হন।
ভাগ্যিস ডেলের পায়ে পড়ছিল গুলিটি, না হয় উপরের অংশে পড়লে এই জনমের মত তার ইহলীলা সাং হয়ে যেত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়